কলকাতা: ২০২০ সালের ১৯ ডিসেম্বর৷ বিধানসভা ভোটের আগে এই দিনেই তৃণমূল ছেড়ে বিজেপি’তে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী৷ এ বছর তাঁর দলত্যাগের বর্ষপূর্তি উদযাপন করতে চলেছে যুব তৃণমূল কংগ্রেস৷ উল্লেখ্য বিষয় হল, এক সময় এই যুব তৃণমূল কংগ্রেসেরই সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী৷ তাঁর দলত্যাগের বর্ষপূর্তিতেই এবার ‘উচ্ছ্বাস দিবস’ পালন করবে তৃণমূল যুব কংগ্রেস৷ ওই দিন রীতিমত ডিজে বাজিয়ে নাচবেন যুবকর্মীরা৷
আরও পড়ুন- কলকাতা পুরভোটে স্থগিতাদেশ নয়, জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট
১৯ ডিসেম্বর তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী৷ তবে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দলত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে ২০ ডিসেম্বর ‘অধিকারীগড়’ বলে খ্যাত কাঁথিতে একটি জনসভার আয়োজন করা হয়েছে। কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে ওই সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল সূত্রের খবর, ১৯ ডিসেম্বরই কাঁথিতে এই সভার জন্য অনুমতি চাওয়া হয়েছিল৷ কিন্তু শীর্ষ নেতৃত্ব তাতে সম্মত হয়নি৷ কারণ ওই দিন কলকাতায় পুরভোট। সে কারণেই পরের দিন সভা করার অনুমতি দেওয়া হয়েছে। তাই ২০ ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল এবং জেলা সংখ্যালঘু সেলের তরফে এই সভার আয়োজন করা হবে৷ প্রথমে মেচেদা বাইপাসে জমায়েত হবে৷ সেখান থেকে কাঁথি যাবেন তৃণমূল কর্মী-সমর্থকরা৷ কাঁথি কলেজের মাঠে হবে সভা।
কুণাল ঘোষ ছাড়াও ২০ তারিখের সভায় উপস্থিত থাকবেন মেদিনীপুরের ভূমিপুত্র তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিক, এগরার বিধায়ক তরুণ মাইতি এবং কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি। কাঁথিতে একটি পদযাত্রার আলোজনও করা হয়েছে৷ এর পরেই পালিত হবে তৃণমূলের ‘উচ্ছ্বাস দিবস’। এই সভা প্রসঙ্গে তৃণমূলের যুবনেতা সুপ্রকাশ বলেন, ‘‘ওই দিন শুভেন্দুবাবুর দল ছাড়ার বর্ষপূর্তি৷ ওইদিন দল থেকে আপদ বিদায় হয়েছিল। তাই আমরা কাঁথি শহরেই এই দিনের বর্ষপূর্তি উদযাপন করব।’’