‘১৯-এ হাফ,‌ ২১-এ সাফ’ স্পষ্ট বোঝা যাচ্ছে! চন্দননগরের শোভাযাত্রায় শুভেন্দু

‘১৯-এ হাফ,‌ ২১-এ সাফ’ স্পষ্ট বোঝা যাচ্ছে! চন্দননগরের শোভাযাত্রায় শুভেন্দু

3c97b17630c979f8672222bcf3cb789c

চন্দননগর: বিগত কয়েক দিনে একাধিক মিছিল এবং জনসভা করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন চন্দননগরের শোভাযাত্রা পর জনসভা করার কথা রয়েছে তাঁর। তবে শোভাযাত্রায় দাঁড়িয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুরু করে দিয়েছেন তিনি। সাংবাদিকদের সামনে স্পষ্ট দাবি করে বলেন, তৃণমূল কংগ্রেস ২০২১ সালে সাফ হয়ে যাবে তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

এদিন বিজেপির চন্দননগরের শোভাযাত্রায় ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ সাংসদ লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং সহ প্রমুখরা। সেই শোভাযাত্রায় কয়েকশো বিজেপি কর্মী এবং সমর্থকদের দেখা গিয়েছে। শোভাযাত্রা করতে করতেই সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, প্রতিদিনই এই ধরনের শোভাযাত্রা এবং মিছিল করছে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেকদিন যেভাবে মানুষের সমাগম হচ্ছে এবং সমর্থন মিলছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ২০১৯ সালে তৃণমূল হাফ হয়েছে, ২০২১ সালে সাফ হয়ে যাবে। পাশাপাশি তিনি এও দাবি করেন, চন্দননগরে অল্প কিছু গ্যাপ ছিল তৃণমূল এবং বিজেপির। সেটাও তারা পূরণ করে দিয়েছেন। এদিকে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, এত মানুষের সমাগম এবং সমর্থন দেখে স্পষ্ট বোঝা যায় যে আগামী বিধানসভা নির্বাচনের চন্দননগরে বিজেপি ছাড়া কেউ আসবে না। 

এদিন তালডাঙ্গা মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত প্রথম শোভাযাত্রা করছে ভারতীয় জনতা পার্টি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে কৃষক সুরক্ষা অভিযান। এই শোভাযাত্রার পরেই জনসভা করার কথা রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। অন্যদিকে জানা গিয়েছে, আজি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন শান্তিপুর বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। দিল্লিতে গিয়ে রাজ্যের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিতে পারেন তিনি। সূত্রের খবর এমনটাই। এদিকে, ফের বেসুরো উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। পরিকল্পনা করে তাঁকে নির্বাচনে হারানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। ডাকা হচ্ছে না দলীয় কর্মসূচিতেও, অভিযোগ প্রবীর ঘোষালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *