কলকাতা: আপাতত ফলাফল যেদিকে যাচ্ছে তাতে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস। ভোট শতাংশ প্রায় ৫০-এর কাছাকাছি ঘাসফুল শিবিরের। অন্যদিকে, ৩৫ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। চূড়ান্তভাবে এখনো ভাবার সময় আসেনি ঠিকই, কিন্তু প্রাথমিক ট্রেন্ড ইঙ্গিত দিচ্ছে খেলা চলছে তৃণমূলের দিকে। আপাতত যা ট্রেন্ড তাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৯ আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে ৬২ আসনে। এমনটাই বলছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, আপাতত যে তথ্য সামনে আসছে তাতে এগিয়ে থাকা কেন্দ্রে বড় ব্যবধানে নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বেহালা পশ্চিম এবং পূর্ব থেকে শুরু করে বালিগঞ্জ, কসবা, কামারহাটি, কলকাতা পোর্ট, ভবানীপুর, টালিগঞ্জ, সব কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। লোকসভা নির্বাচনে যে সমস্ত জেলায় ভালো ফল করেছিল বিজেপি সেখানে আপাতত কিছুটা হলেও অস্বস্তি রয়েছে তাদের। তবে একাধিক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকলেও এখনও তাদের মস্ত বড় চিন্তার বিষয় মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে। কারণ নন্দীগ্রামে আপাতত তিনি পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীর থেকে।