৫ মিনিটের মধ্যে ভোট শতাংশ অর্ধেক! নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

৫ মিনিটের মধ্যে ভোট শতাংশ অর্ধেক! নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতা: ভারতীয় জনতা পার্টি বাংলার নির্বাচনে ভোট লুট করতে পারে এই অভিযোগ অনেক আগে থেকে করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একাধিক জায়গায় জনসভা করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একই অভিযোগ করেছেন এবং জনগণকে সর্তকতা অবলম্বন করতে বলেছেন। যদিও আজ প্রথম দফার নির্বাচন শুরু হতে না হতেই বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর আসছে এবং ইতিমধ্যেই ইভিএম কারচুপির অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এবার ভোট শতাংশ রাতারাতি কমে যাওয়ার প্রশ্ন তুলে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার প্রচেষ্টা করেছে ঘাসফুল শিবির।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে, ৫ মিনিটের মধ্যে ভোট শতাংশ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে! এটি কি করে সম্ভব সেই ব্যাপারে জানতে চেয়েছে তারা। টুইট করে নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্ন করেছে তারা, সঙ্গে ভোটিং টার্ন আউট অ্যাপের ছবি পর্যন্ত দেওয়া হয়েছে তাদের তরফে। প্রযুক্তিগত কোনও সমস্যা আছে কি না, খতিয়ে দেখছে কমিশন। এদিকে ইতিমধ্যেই ইভিএম কারচুপির অভিযোগে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ কাঁথিতে। সেখানে ভোটারদের একাংশের অভিযোগ ছিল যে তৃণমূল কংগ্রেসের ভোট দিলে সেই ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। প্রচন্ড গন্ডগোলের জেরে প্রায় তিন ঘন্টা ভোটদান পর্ব স্থগিত রাখা হয় সেই বুথে‌। যদিও পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন সেই অভিযোগ খারিজ করে দিয়ে বলে এই রকম ঘটনা ঘটা অসম্ভব। 

 

এদিকে আবার ভগবানপুর এলাকায় অভিযোগ উঠছে যে বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখাচ্ছেন যাতে তারা ভোট না দিতে যান। ভোট দিতে গেলে ঘর ভাঙচুর করা হবে এবং দোকানপাট ভাঙচুর করা হবে বলে শাসানো হয়েছে, এমনকি বাড়ীর ভেতর ঢুকে মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =