কলকাতা: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক৷ সোমবার রাতেই অ্যাকাউন্টের ছবি ও নাম বদলে যায় বলে অভিযোগ। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রক থেকে শুরু করে নেতা-মন্ত্রী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। এবার হ্যাকারদের কবলে পড়েল তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট৷ সোমবার গভীর রাতে এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে বলে জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ ব্রায়েন।
আরও পড়ুন- পরিযায়ী শ্রমিক নিয়ে রাজ্যের কাছে তথ্য নেই ১২ বছর! হলফনামা চাইল হাইকোর্ট
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে দলের নামের পাশে নীল চিহ্ন দেওয়া ছিল। হ্যাক হওয়ার পর দেখা যায়, নীল চিহ্নটি থাকলেও তাতে তৃণমূলের নাম নেই। তৃণমূলের নাম উঠে সেখানে লেখা রয়েছে, ‘যুগ ল্যাবস’। ছবিটি বদলে ইংরেজি হরফে ‘ওয়াই’ ও ‘এল’ সম্বলিত একটি লোগো বসে গিয়েছে। তবে কভার ছবিটি একই রয়েছে৷
এই আবহে তৃণমূলের তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট রিকভার করার জন্য দলের তরফে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে তৃণমূলের অ্যাকাউন্টে যে সংস্থার নাম ও লোগো দেখা যাচ্ছে, সেটি মার্কিন ব্লকচেইন সংস্থার। এই সংস্থাটি ক্রিপ্টো লেনদের সঙ্গে যুক্ত৷ পাশাপাশি ডিজিটাল মিডিয়া সংক্রান্ত ব্যবসাও রয়েছে তাঁদের৷
এর আগে ২০২১ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে বিটকয়েন নিয়ে দুটি টুইটও করা হয়েছিল। যদিও পরে সেগুলি মুছে দেওয়া হয়৷ তবে ওই পোস্টের স্ক্রিনশটগুলি ভাইরাল হয়ে যায়।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>