আদালতে থাপ্পড় খাওয়ার পরেও ঘুরিয়ে কর্মসূচি পালন করতে চাইছে তৃণমূল?

আদালতে থাপ্পড় খাওয়ার পরেও ঘুরিয়ে কর্মসূচি পালন করতে চাইছে তৃণমূল?

নিজস্ব প্রতিনিধি:   ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে নিদান দিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৫ আগস্ট রাজ্য জুড়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই কর্মসূচি করা যাবে না। সেই সঙ্গে বিষয়টি নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক এমন কর্মসূচি ঘোষণা করার পরেও কেন রাজ্য প্রশাসন বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ করেনি, সেই প্রশ্ন তুলেছে আদালত। তাৎপর্যপূর্ণভাবে আদালতের মন্তব্য,”কেন এমন মন্তব্যের পরেও প্রশাসন ব্যবস্থা নেবে না? কেউ যদি বলে হাইকোর্ট ঘেরাও করবে, তাহলেও কী প্রশাসন কোনও ব্যবস্থা নেবে না?”

কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেও ঘুরিয়ে কর্মসূচি পালন করতে চলেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূলের তরফে বিধায়ক তাপস রায় সাংবাদিক সম্মেলনে যা বলেছেন তাতে বোঝা যাচ্ছে ৫ আগস্ট ঘোষিত কর্মসূচি কার্যত ঘুরিয়ে পালন করতে চাইছে তৃণমূল। এমনটাই অভিযোগ বিজেপির। এ প্রসঙ্গে তাপস রায় বলেছেন, “হাইকোর্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে এটা বলতে চাই কারা পিটিশন করেছিলেন এটা জানার দরকার নেই। সেদিনই (২১ জুলাই) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঘোষণার পর তৃণমূলের সর্বোচ্চ নেত্রী সেটিকে সংশোধন করেছেন। কারও অসুবিধা না করে, দলীয় সংস্কৃতি ও শৃঙ্খলা মেনে আমাদের কর্মীরা বাংলার প্রতিটি ব্লকে বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে, অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে আগামী ৫ আগস্ট সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত সেই কর্মসূচি পালন করবে”। উল্লেখ্য পশ্চিমবঙ্গের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এই অভিযোগ তুলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান দিয়েছিলেন অভিষেক। কিন্তু তার বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের দ্বারস্থ হওয়ার পর বিষয়টি নিয়ে যে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, এর পরেও কীভাবে তৃণমূল তাদের কর্মসূচি পালন করবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তাৎপর্যপূর্ণভাবে তাপস রায়কে বলতে শোনা গিয়েছে ‘সেই কর্মসূচি’ পালন করা হবে। অর্থাৎ মুখে সোজাসুজি ঘেরাও শব্দটির উল্লেখ না করলেও ‘সেই কর্মসূচি’ বলতে তাপস ঘেরাওকেই বুঝিয়েছেন কিনা তা নিয়ে যথারীতি চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তবে কি অভিষেক যে কর্মসূচি ঘোষণা করেছিলেন সেটাই পালন করতে চাইছে তৃণমূল? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠতে শুরু করেছে।  

ঘটনা হল অভিষেক ২১ জুলাইয়ের মঞ্চে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের কথা বলার পর সঙ্গে সঙ্গে সেটিকে কিছুটা সংশোধন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি নেতাদের বাড়ি থেকে ১০০ মিটার দূরে কর্মসূচি পালনের কথা বলেছিলেন। মমতা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের পরিবর্তে ব্লক স্তরে ঘেরাও কর্মসূচির কথা জানিয়েছিলেন। তাই তাপস রায় ‘সেই কর্মসূচি’ বলতে মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসূচির কথাই জানিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এই কর্মসূচিও তৃণমূল পালন করতে পারে কিনা তা নিয়ে দ্বিধাবিভক্ত আইনজ্ঞ মহল। সব মিলিয়ে ৫ আগস্ট রাজ্য জুড়ে কি পরিস্থিতি তৈরি হয় এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 5 =