অধ্যক্ষের বিরুদ্ধে অপমানকর মন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের

অধ্যক্ষের বিরুদ্ধে অপমানকর মন্তব্যের জের, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ তৃণমূলের

28ae7f9f73a5cb2c23d6b17fb47e288f

কলকাতা: বিধানসভায় অধিবেশনের শুরুতেই ব্যাপক উত্তাপ ছড়ায়। সরকারকে আক্রমণ করার পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন। সেই প্রেক্ষিতেই এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল কংগ্রেস। এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বিজেপি বিধায়কের বিরুদ্বে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। 

বিধানসভায় রাজ্যপাল বক্তব্যের ওপর বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের ভোট নিয়ে কিছু মন্তব্য করেন। যা নিয়ে অধ্যক্ষ এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। কারণ এটা বিচারাধীন বিষয়। সভার কার্যবিবরণী থেকেও বাদ দেওয়া হয় ওই অংশটি। এরপরেই সভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান বিরোধীরা। বাইরে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল তৃণমূল কংগ্রেস। আসলে বিজেপি বিধায়ক বলেছিলেন, ২ কোটির উপর ভোট পাওয়া ভারতীয় জনতা পার্টি বিরোধী আসনে বসেছে৷ অথচ স্পিকার বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছেন৷ এটা গণন্ত্রের পক্ষে বিপজ্জনক৷ শুভেন্দু আরও বলেন, তাঁরা শাসক দলের আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখেন৷ কিন্তু স্পিকারের সংসদীয় রীতিনীতি আইন মেনে চলা উচিত৷ উনি তা করেননি৷ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘দলদাস’ পর্যন্ত বলেন বিধানসভার বিরোধী দলনেতা৷

আরও পড়ুন- জ্বালানির দাম কমবে কীভাবে? মমতাকে ‘বোঝাল’ বিজেপি

 এদিকে আবার, রাজ্য বিধানসভায় আজ বাজেট প্রস্তাবের উপরে আলোচনা চলে। তিন ঘন্টার আলোচনা শেষে পরবর্তী কর্মসূচী স্থির করতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। প্রসঙ্গত, গতকাল রাজ্য বিধানসভায় চলতি অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই দিকে আজ আলোচনার শুরুতে কলকাতায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে বিরোধী বিজেপি মুলতুবি প্রস্তাব আনলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। এর প্রতিবাদে বিজেপি সদস্যরা অধিবেশনে হৈ হট্টগোল শুরু করে। পরে অবশ্য তারা বাজেট প্রস্তাবের উপরে আলোচনায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *