ক্ষমতা পাওয়ার পর ভোলবদল চলবে না! পঞ্চায়েত প্রধানদের ‘পরীক্ষা’ নেবে তৃণমূল

ক্ষমতা পাওয়ার পর ভোলবদল চলবে না! পঞ্চায়েত প্রধানদের ‘পরীক্ষা’ নেবে তৃণমূল

কলকাতা: সামনের পঞ্চায়েত ভোটের দিকে এখন তাকিয়ে আছে সকলে। দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তো কী, প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না শাসক দল তৃণমূল। জেলায় জেলায় সংগঠন আরও মজবুত করতে ইতিমধ্যেই নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। চলছে একাধিক কর্মসূচিও। এই আবহেই পঞ্চায়েত প্রধানদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল তারা। ক্ষমতা পেয়ে যাওয়ার পর নিজেকে ‘রাজা’ ভাবা বন্ধ করতে হবে, এমনই ধারনা সকলের মধ্যে ঢুকিয়ে দিতে চলেছে তৃণমূল। 

দলীয় পঞ্চায়েত প্রধানদের কাজের মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। তিন মাস অন্তর এই কাজ করবে তারা। এক বাক্যে বলতে গেলে, কোন প্রধান কেমন কাজ করছেন তা-ই খতিয়ে দেখা হবে। কোনও পঞ্চায়েত প্রধানের নামে অভিযোগ জমা পড়লে তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেবে দল। অর্থাৎ, দল প্রার্থী করার পর ভোট জিতে ক্ষমতা পেয়ে গেলে কেউ আর ‘পায়ের ওপর পা তুলে’ বসতে পারবে না, এমনই পরিস্থিতি তৈরি করতে চাইছে শাসক শিবির। সাম্প্রতিক সময়ে পঞ্চায়েত নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। উঠেছে দুর্নীতির ইস্যুও। তাই আগামী দিনে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না ঘাসফুল।