খা খা করছে বিজেপির দফতর, ভিড় বাড়ছে কালীঘাটে

খা খা করছে বিজেপির দফতর, ভিড় বাড়ছে কালীঘাটে

কলকাতা: আপাতত যে দিকে হাওয়া বইছে তাতে একটা বিষয় স্পষ্ট যে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসনের ব্যবধান কিছুটা কমলেও বিজেপি যে ক্ষমতা থেকে অনেক দূরে তা স্পষ্ট করেই বোঝা যাচ্ছে। সেই প্রেক্ষিতে ইতিমধ্যেই ফাঁকা হতে শুরু করেছে রাজ্য বিজেপির দফতর। ভিড় বাড়তে শুরু করেছে কালীঘাটে। যদিও হাওয়া তৃণমূলের পালে বইলেও এখনো পর্যন্ত ষষ্ঠ রাউন্ড শেষে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী থেকে প্রায় ৬ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
 

কিছুক্ষণ আগে পর্যন্ত বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর থেকে নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে ছিলেন ৮০০০ ভোটে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেই ব্যবধান প্রায় অর্ধেক করে দিলেন তিনি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় এখন শুভেন্দু অধিকারীর থেকে মাত্র ৬০০০ ভোটে পিছিয়ে রয়েছে নন্দীগ্রামে। দলের এবং নিজের জয় নিয়ে চূড়ান্ত আশাবাদী তিনি। ঘনিষ্ঠ মহল সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সময় গড়ালে তিনি ঠিক এগিয়ে যাবেন। একইসঙ্গে তিনি আশা রাখছেন, দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস।  প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার পরেই শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জ করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে তিনি কমপক্ষে হাফ লক্ষ ভোটে হারবেন। সেই প্রেক্ষিতে আপাতত ভোট গণনার যা হল তাতে নিজের মত সুবিধাজনক জায়গায় রয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। তবে হলফ করে বলা যায়, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসার কোনো জায়গাই আসেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *