৫০টির বেশি বাসে দিল্লি রওনা তৃণমূলের, ‘কাঁটা’ উত্তরপ্রদেশ

৫০টির বেশি বাসে দিল্লি রওনা তৃণমূলের, ‘কাঁটা’ উত্তরপ্রদেশ

tmc

কলকাতা: বাংলা থেকে দিল্লি লোক নিয়ে যেতে হাওড়া স্টেশন থেকে তৃণমূল এক বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল। কিন্তু সেই ট্রেনের অনুমতি মেলেনি শেষ মুহূর্তে। তাই দিল্লি যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার সকাল ১১টার মধ্যেই একের পর এক সেই বাস ছেড়ে দিয়েছে। তৃণমূল সূত্রে খবর, মোট ৫০টি বাসে করে দলের জনপ্রতিনিধি এবং একশো দিনের কাজের জব কার্ড হোল্ডাররা দিল্লি পৌঁছবেন। তবে প্রয়োজনে আরও বাস আনা হতে পারে। 

দলীয় সূত্রে খবর, মন্ত্রী, সাংসদ, বিধায়ক থেকে শুরু করে জব কার্ড হোল্ডার মিলিয়ে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার কর্মী তৃণমূলের দিল্লি কর্মসূচিতে যোগ দেবেন। শুক্রবার পর্যন্ত বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা চলেও এসেছেন কলকাতায়। তাঁদের নিয়ে শনিবার বাসগুলি ছাড়ল কলকাতা থেকে। দলীয় সূত্রে জানানো হয়েছে, আসনের অতিরিক্ত যাত্রী কোনও বাসেই নেওয়া হয়নি। তাই লোক বেড়ে গেলে বাসের সংখ্যাও বাড়ানো হবে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আসানসোল, ধানবাদ, বারাণসী, আগ্রা হয়ে দিল্লি পৌঁছবে বাসগুলি। ৫০ টির বেশি বাস আপাতত সেই উদ্দেশ্যে রওনা দিয়েছে। 

কিন্তু এই বাস জার্নি নিয়েও একটা শঙ্কা থাকছে তৃণমূলের অন্দরে। তা হল উত্তরপ্রদেশ। সেখানে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আগে থেকেই আশঙ্কা প্রকাশ করেছে ঘাসফুল শিবির। তবে হুঁশিয়ারির সুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁদের কর্মীদের গায়ে হাত দিলে বা কোনও রকম নেতিবাচক ঘটনা ঘটানোর চেষ্টা হলে তারাও ছেড়ে দেবেন না। প্রসঙ্গত, রাজ্যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা ও অন্যান্য আর্থিক দাবি আদায়ে গত জুলাইয়ে দিল্লির কর্মসূচি ঘোষণা করেছিল তৃণমূল। সেই মতোই আগামী ২ ও ৩ অক্টোবর দু’দিনের কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =