সভায় যাচ্ছেন, বাজারে ঘুরছেন! নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল রাহুলের, অভিযোগ তৃণমূলের

সভায় যাচ্ছেন, বাজারে ঘুরছেন! নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল রাহুলের, অভিযোগ তৃণমূলের

f077cbbce7677c80fff7fdd42ac441c2

হাবরা: শীতলকুচি কাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নির্বাচন কমিশন ৪৮ ঘন্টা ভোট প্রচার না করার জন্য হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহাকে নির্দেশ দিয়েছে। কিন্তু তিনি কোনরকম নিষেধাজ্ঞা মানছেন না বলে অভিযোগ তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন হাবরার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। 

জানা গিয়েছে, ৪৮ ঘণ্টা ভোট প্রচারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিজেপি প্রার্থী রাহুল সিনহা ‘প্রচার’ করছেন। মঙ্গলবার তাঁকে দেখা যায় হাবরার কাশিপুর এলাকায় শুভেন্দু অধিকারীর সভা মঞ্চের সামনে। বেশ কিছুক্ষণ বসে ছিলেন তিনি। শুভেন্দুর সঙ্গে আলিঙ্গনও করে। তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। পরে আবার এদিন বেলা পৌনে দশটা নাগাদ ফের দেখা গেল রাহুল সিনহাকে, দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হাবরার বড় বাজারে বাজার করতে। সবজির পাশাপাশি নামী মিষ্টির দোকান থেকে বেশকিছু মিষ্টি কিনতেও দেখা গেল রাহুল সিনহাকে। এক্ষেত্রে রাহুল সিনহার যুক্তি নির্বাচন কমিশন তাঁকে দু’দিনের ছুটি দিয়েছে ঠিকই, কিন্তু বাজার করার অধিকার কেড়ে নেয়নি। ফেসবুক পোস্টেও তিনি লিখেছেন, ”আজ অনেকদিন পরে কিছু ফাঁকা সময় পেলাম , আর তাই আজ হাবড়া বাজারে গিয়ে কিছু বাজার করলাম।” একইসঙ্গে তিনি জানান, তাঁকে কয়েকজন চাষী এসে জমিতে চাষ করার কথা বলেছে, তাই আজ সেখানে চাষ করতে যাবেন তিনি।

আরও পড়ুন- ‘এখনই হেরে গিয়েছেন’! শীতলকুচি প্রসঙ্গে ফের মুখ খুললেন দিলীপ, খোঁচা মমতাকে

উল্লেখ্য, নিষেধাজ্ঞা প্রসঙ্গে রাহুল জানিয়েছিলেন, নিরাপত্তবাহিনী যদি গুলি না চালাত, তাহলে বহু জওয়ানের মৃত্যু হত৷ এই ভাবনা থেকেই বলেছিলাম যারা ভোট লুঠ করবে, ভোটের লাইনে গুলি চালাবে, মানুষকে ভোটে বাধা দেবে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ করতে হবে৷ চার জনের বদলে আটজন মরলে কী আসে যায়৷ এই মন্তব্যের জেরেই তাঁর প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন৷ তবে রাহুল সিনহা বলেন, আমার যে কর্মসূচি ছিল, তাই চলবে৷ শুধু ব্যক্তিগত ভাবে আমি ভোট চাইতে যাব না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *