‘জাদুঘরে সিপিএম’, মুখপত্রে বেনজির কটাক্ষ শাসক শিবিরের

‘জাদুঘরে সিপিএম’, মুখপত্রে বেনজির কটাক্ষ শাসক শিবিরের

কলকাতা: ‘জাদুঘরেই নিজেদের নাম খোদাই করে রাখার জন্য চ্যালেঞ্জ নিয়েছে রাজ্যের বামেরা’। ঠিক এমন বাক্য ব্যবহার করেই সিপিএমকে চরম কটাক্ষ করলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নিজেদের মুখপত্রে তারা বরাবর কংগ্রেসকে একহাত নিয়ে এসেছে। এবার সেই চাঁচাছোলা ঢঙেই রাজ্যের প্রাক্তন শাসক শিবিরকে নিশানা করল ঘাসফুল। পাশাপাশি এও বলা হল, আসন্ন কলকাতা পুর নির্বাচনেও শূন্য পাবে দল।

বিধানসভা নির্বাচন জেতার পর থেকে কংগ্রেসের সঙ্গে ঘাসফুল শিবিরের জোট হবে এমন সম্ভাবনা প্রবল ভাবে তৈরি হয়েছিল। দিল্লি গিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর থেকে সেই প্রেক্ষিতে আর কোনো উদ্যোগ নেয়নি শাসক শিবির বরং বিভিন্ন ইস্যু তুলে হাত বাহিনীকে খোঁচা দিয়েছে তারা। এদিকে বাংলায় সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট মুখ থুবড়ে পড়েছিল। এখন সেই জোটের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তাই এবার কংগ্রেসের পাশাপাশি সিপিএমকে নিশানা করা শুরু করলো তৃণমূল। মুখপত্রে তারা বলল, ২৩৬ থেকে এখন বামেরা আক্ষরিক অর্থে শূন্য। বিধানসভায় শূন্য এবং লোকসভাতেও শূন্য। কলকাতার নির্বাচনেও তারা বিগ জিরো পাবে এটা নিশ্চিত। সব মিলিয়ে নির্বাচন ইস্যুতে লাল বাহিনীকে বেনজির কটাক্ষ করেছে তারা।

চলতি মাসে যে কলকাতা পুরসভার নির্বাচন রয়েছে সেখানে সিপিএম এবং কংগ্রেস জোট না করলেও সিপিএম কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়ে রেখেছে বলে জানিয়েছে। সেই প্রেক্ষিতেই রাজনৈতিক মহলের একাংশ ধারণা করতে শুরু করে দিয়েছে যে দুই দলের ভবিষ্যৎ এই নির্বাচনেও খুব একটা বেশি উজ্জ্বল হবে না কারণ বিধানসভা নির্বাচন যা দেখানোর তা দেখিয়ে দিয়েছে। এর ওপর রয়েছে আবার বাংলার শাসক দলের টিপ্পুনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *