কলকাতা: গতকাল পুরভোট নিয়ে ব্যাপক চাপানউতোর সৃষ্টি হয়েছিল সারাদিন। কারণ বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এনেছিল বিরোধীরা। একাধিক জায়গায় মারধর, বোমাবাজির মত ঘটনা ঘটেছে। এই কলকাতা পুরভোটকে ‘প্রহসন’ বলে ইতিমধ্যেই কটাক্ষ করা হয়েছে। আবার গতকাল একযোগে সিপিএম, কংগ্রেস এবং বিজেপি প্রতিবাদে সামিল হয়েছিল। এদিকে আজ আবার তারা একসঙ্গে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছে এই ইস্যুতে। তাই এখন তৃণমূল কংগ্রেস এদের সকলকে কটাক্ষ করে বলছে ‘রামধনু জোট’। মুখপত্র ‘জাগো বাংলায়’ এই নিয়ে একহাত নেওয়া হয়েছে।
বিরোধীরা যতই বলুক না কেন, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, ভোট শান্তিপূর্ণ হয়েছে। তিনি বলেছেন, বিরোধীরা নাটক করছে। এদিকে, দলের মুখপত্র ‘জাগো বাংলায়’ বলা হয়েছে, কলকাতা পুরসভা নির্বাচন হল ‘অবাধ শান্তিপূর্ণ’, এবং ‘প্রকাশ্যে রামধনু জোট’। আসলে গতকাল ছাপ্পা করানো হচ্ছে, ভোট লুঠ করা হচ্ছে, এই অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয় সিপিএম। এই ইস্যুতেই প্রতিবাদ করতে কর্মী, সমর্থকদের নিয়ে বড়তলা থানার সামনে চলে আসে লাল বাহিনী। তারা আসার কিছুক্ষণের মধ্যেই সেখানে একই ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে সামিল হয় কংগ্রেস এবং বিজেপি। মিলিতভাবে তাদের অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে কোনও কথা পুলিশ শুনছে না, বলে কোনও লাভ হচ্ছে না। তাই তারা থানার সামনে প্রতিবাদ দেখাচ্ছেন। এই ধরণের কোনও দৃশ্য এর আগে বাংলার রাজনৈতিক মহল দেখেছে কিনা সন্দেহ, আর তাই নিয়েই খোঁচা তৃণমূলের।
তারা ‘জাগো বাংলায়’ লিখেছে, ‘রামধনু জোটকেই রবিবার ক্যামেরায় সামনে প্রমাণ করল সিপিআইএম, বিজেপি, কংগ্রেস। রবিবার দুপুরে যখন বোঝাই যাচ্ছিল বিরোধীরা ১০-০ গোল খেয়ে গিয়েছে, তখন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের সিপিআইএম, কংগ্রেস, বিজেপি কর্মীরা ভোটের ময়দান ছেড়ে চলে আসেন বড়তলা থানা ঘেরাও করতে… অভূতপূর্ব দৃশ্য’।