কয়লা কেলেঙ্কারি: মন্ত্রীর পদত্যাগ চাইছে তৃণমূল, বিজেপিকে ‘জবাব’ অভিষেকের

কয়লা কেলেঙ্কারি: মন্ত্রীর পদত্যাগ চাইছে তৃণমূল, বিজেপিকে ‘জবাব’ অভিষেকের

কলকাতা: বিধানসভা নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকেই দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে একের পর এক বিস্ফোরক দাবি করছে তারা। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করে বলেছেন, কয়লা এবং গরু পাচার কাণ্ডে ৯০০ কোটি টাকা রয়েছে ‘ভাইপোর’ কাছে। এদিকে দুর্নীতি প্রসঙ্গে বিজেপি কিভাবে গুজব ছড়াচ্ছে তা এদিন সাংবাদিক বৈঠক করে ব্যাখ্যা করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে এই একই দুর্নীতি ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন ব্রাত্য বসু বলেন, বিজেপির জাতীয় স্তরের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে বাংলায় গুজব ছড়াচ্ছে বিজেপির নেতারা। মাঝে গুজব ছড়ানো হল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম ছাড়া অন্য আসন থেকে লড়বেন। কিছুদিন বাদে হয়তো গুজব ছড়াতে ছড়াতে বিজেপির তরফ থেকে মন্তব্য করা হবে যে, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বাংলা থেকে নির্বাচনে লড়বেন। এই বিজেপি সবকিছু করতে পারে, কটাক্ষ করে বলেন ব্রাত্য বসু। এদিকে বিজেপিকে ওয়াশিং মেশিন বলে আক্রমণ করে তিনি বলেন, দুর্নীতি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিজেপি তাদের দিয়েই সাংবাদিক বৈঠক করে বলছে দুর্নীতির প্রেক্ষিতে পদক্ষেপ নেবে। এই ইস্যুতেই ব্রাত্য বসু মন্তব্য করেন, ৯০০ কোটি টাকা নাকি তৃণমূল কংগ্রেস হফ্তা নিয়েছে। তাহলে কেন্দ্রীয় মন্ত্রীরা কত হপ্তা নিয়েছেন কারণ কয়লা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে। এই প্রেক্ষিতেই কয়লা মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে তৃণমূল কংগ্রেস। 

আরও পড়ুন-  একদিনের বিরিয়ানি নাকি পাঁচ বছরের জন্য ডালভাত? BJP-র টাকা বিলিতে তোপ অভিষেকের

এদিকে দুর্নীতির ইস্যুতে কথা বলতে গিয়ে বিজেপিকে আক্রমণ করে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, তাঁর যদি গলা কেটে দেওয়া হয় তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। বিজেপি যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের একটাও প্রমাণ করতে পারে, তাহলে সিবিআই বা অন্য কোনো গোয়েন্দা সংস্থার দরকার পড়বে না, তিনি নিজে ফাঁসির মঞ্চে উঠে তা গ্রহণ করবেন। এদিকে তিনি আরো দাবি করেছেন, সিপিএম থেকে শুরু করে কংগ্রেস এবং বিজেপি সকলেই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে। কিন্তু বাংলার মানুষ চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানাতে। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভয় পাচ্ছে এবং সেই কারণে সবকিছু করার চেষ্টা করছে যাতে বাংলা দখল করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − 2 =