শিলিগুড়ি: দিল্লি থেকে ফিরেই সোজা উত্তরবঙ্গে পা রেখেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ বাগডোগড়া বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একহাত নিয়েছেন রাজ্য সরকারকে৷ কিন্তু উত্তরবঙ্গে পৌঁছে কালো পতাকা দেখতে হল তাঁকে৷ কার্শিয়াংয়ের কাছে রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা হাতে চলল বিক্ষোভ৷
আরও পড়ুন- বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতে পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, গঠিত কমিটি
এর আগেও বিভিন্ন জায়গায় কালো পতাকা দেখানো হয়েছে রাজ্যপালকে৷ কখনও বিশ্ববিদ্যায়ের সমাবর্থন অনুষ্ঠানে গিয়ে, কখনও আবার এসএসকেএম-এর মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়ে৷ কোচবিহারে গিয়েও কালো পতাকা দেখেছিলেন রাজ্যপাল৷ এবার কার্শিয়াংয়ে কালো পতাকা দেখতে হল তাঁকে৷ জানা গিয়েছে, তৃণমূল কর্মীরা এদিন তাঁকে কালো পতাকা দেখান৷ কার্শিয়াং হয়েই দার্জিলিং যায় তাঁর কনভয়৷ রাজ্যপালের এই উত্তরবঙ্গ সফর বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ৷ কারণ, আজ উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও৷ কিন্তু বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের জন্য তিনি উত্তরবঙ্গ সফর স্থগিত করেছেন৷ এদিকে দিল্লি থেকে ফিরেই সোজা দার্জিলিং পৌঁছলেন রাজ্যপাল৷ সেখানে রাজভবনে থাকবেন তিনি৷
এদিন রাজ্যপাল বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ মানুষের সুরক্ষা৷ গণতন্ত্রে সাধারণ মানুষের মৌলিক অধিকারের উপর কুঠারাঘাত করা হলে সরকার, পুলিশ ও প্রশাসনের কর্তৃব্য সেই অধিকারকে রক্ষা করা৷ তা না হলে গণতন্ত্র কলঙ্কিত হয়৷ ২ মে-র পর থেকে রাজ্যে যে ঘটনাক্রম চলছে তাতে আমি চিন্তিত এবং উদ্বিগ্ন৷ ফল প্রকাশের ৭ সপ্তাহ পরেও ভয়াবহ পরিস্থিতিকে অস্বীকার করা হচ্ছে৷ কেন প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হল না? এটা অনুচিত৷ তিনি আরও বলেন, রাজ্যে লাগাতার ভোট পরবর্তী অশান্তি চলছে৷ স্বাধীনতার পর এত ভয়ানক ভোট পরবর্তী হিংসা, এত বর্বরতা, আতঙ্ক কোথাও দেখিনি৷ সরকারি আমলারা কেন রাশ টানতে পারছেন না? সাত সপ্তাহেও এর কোনও বিহিত হয়নি৷ মুখ্যমন্ত্রী চুপ কেন?