‘JMB জঙ্গি দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল’, ‘আতঙ্কবাদী’ তকমার দাবি বিজেপি’র

‘JMB জঙ্গি দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল’, ‘আতঙ্কবাদী’ তকমার দাবি বিজেপি’র

কলকাতা: নজরে একুশ৷ ভোট ময়দানে বাজিমাত করতে শুরু হয়ে গিয়েছে প্রবল শব্দবানের খেলা৷ এরই মধ্যে তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করার দাবি তুললেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো৷ অন্যদিকে বঙ্গ বিজেপি দিলীপ ঘোষের দাবি, জেএমবি জঙ্গিদের দিয়ে ভোটে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস৷ 

আরও পড়ুন- পাহাড়ের রাজনৈতিক সমাধান তৃণমূলই করবে! বিজেপিকে ‘বোঝার’ জন্য গুরুংদের প্রশংসা মমতার

মালদহে চায়ে পে চার্চায় যোগ দিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের তৎপরতায় সারা দেশ আজ জঙ্গি মুক্ত৷ কিন্তু এখনও বাংলা থেকে জঙ্গি ধরা পড়ছে৷ কেন্দ্র সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে চাইলেও বাধা দেওয়া হচ্ছে৷ বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এ রাজ্যে প্রবেশ করছে৷ তাদের আশ্রয় দেওয়া হচ্ছে৷ তৃণমূল সরকার চায় জেএমবি জঙ্গিরা এখানে এসে উৎপাত করুক৷ আতঙ্ক ছড়িয়ে তৃণমূলকে জেতাক৷’’ তাঁর এই মন্তব্য কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে৷ দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করছে তৃণমূল এবং সিপিএম৷  

প্রসঙ্গত, কয়েক দিন আগেই বীরভূম থেকে নাজিবুল্লা নামে এক ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ৷ দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ তিনি বলেন, সীমান্তে কাঁটা তার দেওয়া কেন্দ্রীয় সরকারের কাজ৷ এখানে রাজ্যের কোনও ভূমিকা নেই৷ বাংলাদেশি জঙ্গি ও রোহিঙ্গাদের কথা বলে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে৷  

আরও পড়ুন- ৬ মাস আগে থেকেই জারি হোক আদর্শ নির্বাচন বিধি, কমিশনে দাবি বঙ্গ বিজেপির

অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতোর দাবি, তৃণমূলকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করা হোক৷  তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গে ১৩০ জনের বেশি বিজেপি কর্মীকে খুন করেছে তৃণমূল। বিজেপির সর্বভারতীয় সভাপতিকেও তারা ছাড়েনি৷ আমি মনে করি তৃণমূল কংগ্রেসকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করা উচিত।’’ গত সপ্তাহে ডায়মন্ডহারবারে সভা করতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন জেপি নাড্ডা৷ এই ঘটনায় তৃণমূলকেই দায়ী করেছে বিজেপি৷ অবশ্য অভিযোগ খারিজ করে দেয় তৃণমূল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 19 =