‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ নামাচ্ছে তৃণমূলও! গন্তব্য হিংসাবৃত মণিপুর

‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ নামাচ্ছে তৃণমূলও! গন্তব্য হিংসাবৃত মণিপুর

কলকাতা: বাংলায় কোনও ঘটনা ঘটলেই বিজেপির তরফ থেকে তৎপরতা দেখানোর অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। আসলে ভোট পরবর্তী হিংসার বিষয় হোক কিংবা অন্য কিছু, বিজেপি তাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পাঠিয়ে দেয়। একে বলা হয়, ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। রাজ্যের শাসক দল এই ‘টিম’ নিয়ে নানা সময়ে বিরোধিতা করেছে। তবে এবার ঘাসফুল শিবির নিজেরাই এমন দল বানিয়ে তা অন্য রাজ্যে পাঠাচ্ছে। জানা গিয়েছে, মণিপুর যাচ্ছে তৃণমূলের ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’। 

বিগত কয়েক মাস ধরেই উত্তেজনা ছড়িয়ে আছে উত্তর-পূর্বের এই রাজ্যে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকে শুরু হয়ে এখন তা কার্যত সেনাবাহিনী পর্যন্ত চলে গিয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্রের তরফ থেকে বারংবার হিংসা থামানোর আর্জি করা বা বার্তা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। বরং অশান্তি বেড়েছে। এখন তাই তৃণমূল চেষ্টা করছে রাজ্যের হিংসা থামানোর। তাই এই ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ পাঠিয়ে রাজ্যের মানুষের পাশে থাকতে চাইছে তারা। জানা গিয়েছে, চার সাংসদ থাকছেন তৃণমূলের এই প্রতিনিধি দলে। তারা হলেন, ডেরেক ও ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার এবং দোলা সেন। 

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত বাংলা। সেই প্রেক্ষিতে জানা গিয়েছে, আবার বাংলায় আসতে চলেছে কেন্দ্রের প্রতিনিধি দল। রাজ্যে ঘুরে, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে তারা রিপোর্ট তৈরি করবে বলে খবর এবং সেই রিপোর্ট যাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। ইতিমধ্যেই চার সদস্যের কমিটি তৈরি হয়ে গিয়েছে যারা বাংলায় ভোট-পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে। কমিটির নেতৃত্ব দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। বাকি তিনজন মধ্যে একজন মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার, এবং অন্য দু’জন সাংসদ।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + two =