সিউড়ি: দেশের এবং রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলাদা কিছু বলার নেই। বিগত কয়েক সপ্তাহে যে হারে সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েছে তাতে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের। এরইমধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। জনসমাগমের জন্য ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে। এরই মধ্যে সম্প্রতি সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক মারা গিয়েছেন করোনায়। এবার করোনাভাইরাস প্রাণ কাড়ল মুরারাইএর বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রহমানের। এদিন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গিয়েছে, কিছুদিন আগেই করোনাভাইরাস আক্রান্ত হন তিনি। সেই কারণেই মূলত নির্বাচনী লড়াই থেকে সরে আসেন আব্দুর রহমান। গত বিধানসভার মতো এবারও মুরারই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস তাঁকে প্রার্থী করেছিল। কিন্তু ভাইরাস আক্রান্ত হবার জন্য তিনি প্রার্থী হননি, আব্দুরের জায়গায় মোশারফ হোসেন প্রার্থী হন। তবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শেষমেষ জিততে পারলেন না এই তৃণমূল বিধায়ক। এর আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ছাড়াও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর মৃত্যু হয়েছে ভোটের আবহে।