কলকাতা: রাজ্যে উপনির্বাচন সংগঠিত করার জন্য বেশ কয়েকদিন ধরেই তোড়জোড় শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অনেক আগেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে রাজ্যে উপনির্বাচন সংগঠিত করতে তৈরি। বাংলার করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করে শাসকদলের প্রতিনিধিদল দিল্লি পর্যন্ত গিয়েছে। এখন আরও জানান হল, যে সাত কেন্দ্র উপনির্বাচন সংগঠিত হবে সেখানে কার্যত কোভিড শূন্য। এই প্রেক্ষিতে আবার কমিশনের দারস্থ হবে তৃণমূল। বিধানসভা ভিত্তিক তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে একথা জানাতে চলেছে তারা।
ইতিমধ্যেই ইভিএম মেশিন এবং ভিভিপ্যাট পরীক্ষার কাজ শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভবানীপুর সহ রাজ্যের পাঁচটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোট যন্ত্র পরীক্ষার কাজ অগস্টের প্রথম সপ্তাহে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন দফতরের তরফে। অনুমান করা হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে রাজ্যে উপনির্বাচন হতে পারে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। অন্যদিকে, বাংলা-সহ ৫ রাজ্যের বিভিন্ন কেন্দ্রের উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন কী ভাবে সম্ভব, তা নিয়ে রাজনৈতিক দলগুলির কাছে মতামত চেয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ আগস্টের মধ্যে তা জানাতে হবে। শাসকদল সম্পূর্ণভাবে উপনির্বাচন করাতে চাইলেও বাংলার বিরোধী দল বিজেপি শিবির এখনই উপনির্বাচন চাইছে না। তারা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতিকেই হাতিয়ার করছে। তাদের বক্তব্য, রাজ্য সরকার এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালাতে পারছে না করোনাভাইরাস পরিস্থিতির জন্য। তাহলে নির্বাচন কী করে সংঘটিত হবে।
বিধানসভা নির্বাচনের পর এবার তৃণমূল কংগ্রেসের লক্ষ্য আসন্ন উপনির্বাচন। এই উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জন্য নতুন স্লোগান নিয়ে এসে প্রচারও শুরু করে দিয়েছে জোড়া ফুল শিবির। ভবানীপুর উপনির্বাচন কেন্দ্রের জন্য তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’। এই স্লোগান তৈরি হয়েছে তৃণমূলের শাখা সংগঠন জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে। ইতিমধ্যে এই স্লোগান সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টার পড়ে গিয়েছে। উপনির্বাচন কবে হবে তা এখনও ঘোষণা না হলেও ইতিমধ্যেই এই পোস্টার এবং স্লোগান দিয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল।