‘আমি মেয়ের বাবা, নাতনির দাদু,’ বুধবারের প্রতিবাদে যোগ দেবেন সুখেন্দুশেখর, বিঁধল বিজেপি

কলকাতা: আরজি কর ঘটনার প্রতিবাদে বুধবার রাত দখল করবে মেয়েরা৷ কলকাতা থেকে জেলা, সর্বত্র চলবে এই কর্মসূচি৷ এই মিছিলে থাকবে না কোনও রাজনৈতিক দলের পতাকা,…

কলকাতা: আরজি কর ঘটনার প্রতিবাদে বুধবার রাত দখল করবে মেয়েরা৷ কলকাতা থেকে জেলা, সর্বত্র চলবে এই কর্মসূচি৷ এই মিছিলে থাকবে না কোনও রাজনৈতিক দলের পতাকা, থাকবে না কোনও রাজনৈতিক স্লোগান৷ সেই কর্মসূচিতে যোগদান করতে চলেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়৷ তাঁর এই ঘোষণায় তৃণমূলের অন্দরেও ঝড়৷

বুধবার রাতে রাস্তা দখলের যে কর্মসূচি নিয়েছেন রাজ্যের মহিলারা, তা প্রায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে৷ বুধবার রাত ১১টা ৫৫ থেকে শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা জমায়েত করতে শুরু করবেন। ওই প্রতিবাদ মিছিলে সামিল হতে পারবেন পুরুষরাও৷

সেই প্রেক্ষিতেই মঙ্গলবার রাতে একটি পোস্ট করেন সুখেন্দু৷ তিনি লিখেছেন, “কালকে আমিও এই প্রতিবাদে সামিল হব। লক্ষ লক্ষ বাঙালির মতো আমিও এক জন মেয়ের বাবা, নাতনির দাদু।” সুখেন্দু আরও লিখেছেন, “আমাদের এ বিষয়ে সোচ্চার হতেই হবে। মেয়েদের বিরুদ্ধে অনেক হিংসা হয়েছে। চলুন সংঘবদ্ধ ভাবে প্রতিরোধ করি। যাই হোক না কেন।’’

 

যদিও এর মধ্যে রাজনীতি দেখছে বিজেপি৷ রাজ্যের পর্যবেক্ষক তথা আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যর দাবি, মহিলাদের প্রতিবাদে সামিল হয়ে সেই কর্মসূচির দখল নিতে চাইছে তৃণমূল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল৷ তাঁর কথায়, ‘‘যারা আরজি কর কাণ্ডের প্রতিবাদ করছেন তাঁদের উচিত কোনও ভাবেই তৃণমূল নেতাদের ধারে-কাছে আসতে না দেওয়া। কারণ এঁরা সাপের মতো।”