পুড়শুড়া: আর কয়েক ঘন্টা পরেই বাংলায় বিধানসভা নির্বাচনের ভোট দান পর্ব শুরু হয়ে যাবে। তার আগে হুগলির পুড়শুড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে আঘাত পেলেন ঘাসফুলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। জানা গিয়েছে, পায়ে সাউন্ড মেশিন পড়ে যাওয়ার ফলে আঘাত পেয়েছেন এই অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেস সাংসদ। আঘাত পাওয়ার পর সাময়িকভাবে প্রচার বন্ধ করে দেন তিনি, কিন্তু অল্প সময়ের পর আবার সেখানকার প্রার্থীর হয়ে প্রচারে শুরু করেন মিমি চক্রবর্তী।
বেনজির ভাবে রাজ্যে আট দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ ২৭ মার্চ থেকে শুরু হয়ে ভোট পর্ব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত৷ ২৭ মার্চ প্রথম দফায় ভোট৷ দ্বিতীয় দফায় ৩০টি কেন্দ্রে ভোট হবে পয়লা এপ্রিল৷ আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি আসনে ভোট হবে৷ চতুর্থ দফায় ৪৪টি আসনে ভোট হবে আগামী ১০ এপ্রিল৷ আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫ আসনে ভোট৷ ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি আসনে নির্বাচন৷ আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ৩৬টি আসনে ভোট৷ অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল৷ শেষ দফায় ভোট হবে ৩৫টি কেন্দ্রে৷
আরও পড়ুন- ‘অশান্তির ইন্ধন দিচ্ছেন মমতা’, কমিশনে নালিশ বিজেপির! ক্ষমা চাইলেন গেরুয়া জিতেন্দ্র!
অল্প দিনের ব্যবধানে বিগত কয়েক সপ্তাহ ধরে বারংবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজনাথ সিং সহ প্রমূখ। তারকা প্রার্থীদের দিয়ে ভোট প্রচার করিয়েছে বিজেপি। এদিকে নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে তিনি উইল চেয়ারে নিজের প্রচার পর্ব চালিয়েছেন জেলায় জেলায়। সব মিলিয়ে নিজেদের মতো করে ভোট প্রচার ভালো ভাবে সম্পন্ন করেছে রাজনৈতিক দলগুলো। এখন অপেক্ষা ২ মে ফল ঘোষণার।