অমিত শাহ, কত মায়ের দুধ খেয়েছো? বাংলা থেকে তাড়িয়ে দেখাও: কল্যাণ

অমিত শাহ, কত মায়ের দুধ খেয়েছো? বাংলা থেকে তাড়িয়ে দেখাও: কল্যাণ

5cbbed9430b86171b7e3860621034929

রিষড়া: অমিত শাহের টাকে চুল গজালেও বাংলায় এনআরসি হবে না৷ নাগরিক আইনের প্রতিবাদে আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের৷ শনিবার রিষড়া মেলার উদ্বোধনে গিয়ে তৃণমূল সাংসদ সাফ জানান, ‘‘অমিত শাহের টাকে চুল গজিয়ে যাবে, তবু বাংলা থেকে কাউকে তাড়াতে দেওয়া হবে না৷ দেখি তুমি কত মায়ের দুধ খেয়েছো৷ তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম৷’’

অনুষ্ঠান মঞ্চ থেকে কল্যাণবাবুর আরও মন্তব্য, ‘‘একটা সময় ছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলে চুল খাড়া হয়ে যেত৷ আর নাপিত চুল কেটে দিত কাট কাট কাট কাট করে৷ তেমনি করে এদের অবস্থা তাই হয়ে গিয়েছে৷ দুই ভাই, নরেন্দ্র মোদি, অমিত শাহ৷ দুই ভাইয়ের ঘুম চলে গিয়েছে৷ শুধু মমতা কিছু বললেই,  মমতা একটা বক্তৃতা দিলেই, মমতা একটা মিছিল করলেই ওঁদের রাতের ঘুম চলে যাচ্ছে৷ ডাক্তার দেখাচ্ছে৷’’

এরপর তিনি বলেন, ‘‘এই মঞ্চ থেকে আমি জানিয়ে যেতে চাই, অমিত সাহা, অনেক বড় বড় বক্তিতা দিচ্ছেন৷ তোর মাথার চুলে, টাকে হয়তো চুল গজাবে, এই বাংলা থেকে একটা মানুষকেও তাড়াতে দেবো না৷ জেনে রেখো৷ আমি তোমাকে বলে দিয়ে গেলাম, হিম্মত থাকে দেখে নেব৷  হিম্মত থাকলে চলে এসো মাটিতে৷ আরে কোথায় তুমি বক্তৃতা দিচ্ছো? কোথায়? রাজস্থানে দাঁড়িয়ে তুমি বক্তৃতা দিচ্ছে৷ যদি হিম্মত থাকে আমি তোমাকে আমি বলে গেলাম, আমরা দেখতে চাই, কত মায়ের দুধ খেয়েছ, দেখতে চাই৷ পশ্চিমবঙ্গে একটা মানুষকে তুমি তাড়িয়ে দেখাও৷ আমরাও দেখবো, আমরাও লড়াই করে এসেছি৷ লড়াই করে আমরা জিতব৷ আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম৷’’ কল্যাণের এই মন্তব্য সংক্রান্ত ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *