‘যুব তৃণমূল করলেই জমির দালালি নয়’! টিকিট নিয়ে শুরু শাসক কোন্দল!

‘যুব তৃণমূল করলেই জমির দালালি নয়’! টিকিট নিয়ে শুরু শাসক কোন্দল!

কলকাতা: ২০২১-এর নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই গোষ্ঠী কোন্দল, সিন্ডিকেট বিবাদে জড়াচ্ছে শাসক তৃণমূল৷ এবার উত্তরবঙ্গ থেকে সরাসরি নেতা-কর্মীদের সিন্ডিকেট নিয়ে বার্তা দিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ৷ পশ্চিম বর্ধমানের প্রকাশ্যে এল তৃণমূলের অন্দরে টিকিট নিয়ে বিতর্ক৷ ভোটের টিকিট নিয়ে নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক৷

যুব তৃণমূল করলে মিলবে না জমির দালালি করার লাইসেন্স৷ কোচবিহারে দিনহাটায় দলীয় সমাবেশ থেকে বিধায়ক উদয়ন গুহর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক৷ যে অনুষ্ঠান থেকে তৃণমূল বিধায়ক এই মন্তব্য করেছেন, সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূলে যোগ দিয়েছেন টিএমসিপি কর্মী খুনে অভিযুক্ত বহিস্কৃত নেতা৷ রবিবার দলীয় সভায় থেকে উদয়ন গুহ জানিয়েছেন, ‘‘আমাদের ভেবে দেখতে হবে, যুব তৃণমূল কংগ্রেসের করা মানে জমির দালালি করার সুবিধা হবে, তা যেন কেউ মনে না করেন৷ যুব করলে জমির দালালি করার সিলমোহর পাওয়া যাবে না৷ সততা বজায় রেখে রাজনীতি করতে হবে৷’’

উদয়ন গুহর এহেন মন্তব্যের ভিত্তিতে ইতিমধ্যেই রাজনৈতিক ময়দানে নেমেছে পড়েছে বিজেপি৷ কোচবিহার জেলা বিজেপি নেতৃত্বের দাবি, বিধায়কের এই মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, তৃণমূল করা মানেই দালালি করা, সিন্ডিকেট রাজ চালানো, তোলাবাজি করা যায়, এটা তিনি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন৷ মানুষ বুঝতে পেরেছে তৃণমূল মানে তোলাবাজির দল৷ সিন্ডিকেটের দল৷ মানুষ ওদের প্রত্যাখ্যান করবে বলেও মত স্থানীয় বিজেপি নেতৃত্বের৷

অন্যদিকে, আজ তৃণমূলে যোগ দিয়েছেন তৃণমূল যুব কর্মী খুনে অভিযুক্ত বহিস্কৃত নেতা৷ ২০১৮ সালে গোষ্ঠী সংঘর্ষে আহত হন দিনহাটা কলেজের ছাত্র অলক নিতাই দাস৷ পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়৷ খুনের ঘটনায় অভিযুক্ত বহিস্কৃত নেতা জয়দীপ ঘোষ আজ ফের দলে যোগ দিলেন৷ তাঁর হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়৷ অন্যদিকে, ফের আসানসোলের কুলটিতে তৃণমূলের কলহ প্রকাশ্যে চলে এসেছে৷ কর্মী সভায় উপস্থিত তৃণমূল কাউন্সিলরদের সরাসরি হুমকি দিয়েছেন বিধায়ক৷ এর পরের ভোটে দলীয় কাউন্সিলরদের টিকিট না দেওয়ার হুমকি দিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়ের৷ নির্দল প্রার্থী দাঁড় করিয়ে কাউন্সিলরদের হারিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nine =