কলকাতা: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ৷ বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷ করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম বাংলায় কোনও বিধায়কের মৃত্যু হল৷
তমোনাশ ঘোষ৷ দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক৷ তৃণমূলের টিকিটে তিনবারের বিধায়ক ছিলেন তিনি৷ ১৯৯৮ থেকে তৃণমূলে যোগ দেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর৷ করোনায় আক্রান্ত হওয়ার পর মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর৷
জানা গিয়েছে, করোনা আক্রান্ত হওয়ার পর নামী বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ শুরু থেকেই পরিস্থিতি সঙ্কটজনক ছিল৷ তবে, দেননি গুরুত্ব৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়েছে তাঁর৷
হাসপাতাল সূত্রে খবর, তমোনাশবাবুর ডায়াবেটিক ছিল৷ ফলে কোভিডের বিরুদ্ধে তাঁর লড়াইটা আরও কঠিন হয়ে ওঠে৷ হাসপাতালে ভর্তি থাকার পর বুকে প্রচুর কফ জমতে থাকে৷ অস্ত্রোপচার করে কফও বের করা হলেও শেষরক্ষা হয়নি৷
বিধায়কের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ প্রকাশ করেছিলেন টুইটারে৷ শোকপ্রকাশও করেছেন৷ তমোনাশের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷