বিধানসভার স্পিকারের কাছেই শপথ নিতে চান, রাজ্যপালকে চিঠি বিধায়ক সায়ন্তিকার

কলকাতা: বরাহনগর উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ এবার বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পালা৷ তবে তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেই শপথ নিতে চান।…

কলকাতা: বরাহনগর উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ এবার বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পালা৷ তবে তিনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছেই শপথ নিতে চান। এই মর্মে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি পাঠালেন নব-নির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী৷

সোমবার বিধানসভায় আসার পর সোজা স্পিকারের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানেই শপথগ্রহণ নিয়ে দীর্ঘ আলোচনা করেন স্পিকার৷ এর পরেই সংবাদমাধ্যমের সামনে রাজ্যপালকে চিঠি পাঠানোর বিষয়টি স্পষ্ট করেন সায়ন্তিকা। তাঁর কথায়,‘‘আমি জয়ী হওয়ার পর দু’সপ্তাহ কেটে গিয়েছে। আমার হাতে মাত্র দেড় বছর সময় রয়েছে বরাহনগরের মানুষের জন্য কিছু কাজ করার। অথচ, এখনও শপথ নিতেই পারিনা৷ বিধায়ক হিসেবে কাজও শুরু করতে পারছি না। তাই বাধ্য হয়েই আমি রাজ্যপালকে চিঠি লিখেছি।’’ তারকা বিধায়ক আরও বলেন, ‘‘আমি বিধানসভার সদস্য৷ এখান থেকেই আমাকে কাজ করতে হবে। আমি চাই স্পিকার আমাকে শপথগ্রহণ করান। তাই আমি রাজ্যপালকে চিঠি লিখে এই বিষয়ে উদ্যোগী হওয়ায় অনুরোধ জানিয়েছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *