করোনায় ফের তৃণমূল বিধায়ক-মৃত্যু, সংক্রমিত প্রাক্তন মন্ত্রী

করোনায় ফের তৃণমূল বিধায়ক-মৃত্যু, সংক্রমিত প্রাক্তন মন্ত্রী

 

কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা৷ বাংলায় দৈনিক সংক্রমণের হার ৩ হাজারের বেশি৷ গোটা পরিস্থিতি দিনে দিনে বেপরোয়া হয়ে উচ্ছে, তার প্রমাণ মিলছে জনপ্রতিনিধিদের মধ্যে করোনা সংক্রমণের হার৷ শাসক-বিরোধী বিধায়করা আক্রান্ত হচ্ছেন৷ এবার করোনা আক্রান্ত হয়ে আরও এক বিধায়কের মৃত্যু হল রাজ্যে৷

পরিবার সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক বছর ৭৪-এর সমরেশ দাস গত ১৮ জুলাই করোনা আক্রান্ত হন৷ প্রথমে তাঁকে পাঁশকুড়ার বড়মা হাসপাতালে ভর্তি করানো হয়৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ২৪ জুলাই কলকাতার আমরি হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়৷ আজ ভোরে তাঁর মৃত্যু হয়েছে৷ এগরা বিধানসভা কেন্দ্র থেকে পরপর ৫ বার জয়ী হয়েছিলেন সমরেশ দাস৷ প্রথমে ছিলেন বাম বিধায়ক৷ পরে তৃণমূলে যোগ দেন৷ এর আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক কালীঘাটের বাসিন্দা তমোনাশ ঘোষের মৃত্যু হয়৷

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, বিধায়ক সমরেশ দাসের মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল৷ তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি৷ তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আমার  আন্তরিক সমবেদনা জানাচ্ছি৷

অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা দাপুটে তৃণমূল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী৷ কয়েকদিন ধরে কাশির সমস্যায় ভুগছিলেন তিনি৷ গতকাল করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তাঁর৷ আপাতত হোম আইসোলেশন রয়েছেন তিনি৷ পরিস্থিতি বুঝে হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − one =