মোবাইল ছুড়ে ফেলেছিলেন পুকুরে! সুপ্রিম কোর্টে জামিন পেলেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ

বড়ঞা: অবশেষে জামিনে ছাড় পেলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালের ১৭ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। তারপর…

বড়ঞা: অবশেষে জামিনে ছাড় পেলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালের ১৭ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। তারপর থেকেই জেলেবন্দী তিনি। মঙ্গলবার সিবিআই-এর আর্জি খারিজ করে শীর্ষ আদালত জানায়, বড়ঞায় ঢুকতে কোনও বাধা নেই বিধায়কের। বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বড়ঞা বিধানসভা। সোমবার বহরমপুরে ভোট পর্ব মিটে গিয়েছে৷ ঘটনাচক্রে, তার পরের দিনই জামিন পেলেন বড়ঞার বিধায়ক৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে ছিল  জীবনকৃষ্ণের জামিন সংক্রান্ত মামলার শুনানি৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *