‘কথা দিচ্ছি, আর নয়..’ কীসের ইঙ্গিত? তবে কি রাজনীতি ছাড়ছেন চিরঞ্জিত?

‘কথা দিচ্ছি, আর নয়..’ কীসের ইঙ্গিত? তবে কি রাজনীতি ছাড়ছেন চিরঞ্জিত?

বারাসত:  লোকসভা ভোটের আগে শুরু হয়ে গিয়েছে দল বদলের পালা৷ কেউ নতুন করে রাজনীতির ময়দানে নামছেন, কেউ আবার ছাড়ছেন দল৷ তৃণমূল জমানায় বহু টলি তারকাই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। ২০১৯-এর লোকসভা তো বটেই, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও ছিল বহু চমক। তারকা প্রার্থীদের মধ্যে অনেকেই জয়ী হয়ে সাংসদ বা বিধায়ক হয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। ২০১১ সালে প্রথমবার ভোট ময়দানে নামেন অভিনেতা৷ পরপর তিনবার ভোটে জিতে বিধায়কও হন। তবে আর নয়৷ রাজনৈতিক জীবনে এবার ইতি টানতে চলেছেন বারাসতের বিধায়ক৷ লোকসভা ভোটের আগেই প্রকাশ্যে রাজনীতি ছাড়ার কথা জানালেন অভিনেতা-বিধায়ক৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কয়েকবার অনুরোধও করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *