ধুপগুড়ি: কয়েকদিন পরেই আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং কয়েক সপ্তাহের মধ্যেই নির্বাচন শুরু। দলবদল নিয়ে এমনিতেই অস্বস্তিতে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি রয়েছে দুর্নীতির অভিযোগ। এবার চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে! প্রতারণায় অভিযুক্ত হয়েছেন ধুপগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক। ৮৩ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক মিতালী রায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, ১৩ জনের থেকে ৮৩ লক্ষ টাকা নিয়েছেন তিনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই বিধায়ক।
অভিযোগকারী চাকরিপ্রার্থীর দাবি, ৩ বছর অপেক্ষা করার পরেও প্রতিশ্রুতি মত চাকরি মেলেনি। তিনি জানাচ্ছেন, চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে কমপক্ষে ৭ লক্ষ টাকা নিয়েছিলেন ধুপগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক। পরবর্তী ক্ষেত্রে চাকরি না মেলায় তিনি টাকা ফেরত চাইলেও তৃণমূল বিধায়ক টাকা ফেরত দেননি বলে অভিযোগ করেছেন তিনি। তার কথায়, ৪ মাস অতিক্রান্ত হলেও টাকা দেওয়ার কোনরকম ইচ্ছা প্রকাশ করছেন না তিনি। প্রত্যেকবার দিয়ে দেবেন বলে জানালেও অবশেষে সেই টাকা এখনো পর্যন্ত পাননি অভিযোগকারী। তিনি আরো জানাচ্ছেন, ধাপে ধাপে টাকা নেওয়ার পর তাকে বিকাশ ভবনে চাকরির ইন্টারভিউয়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয়। কিন্তু তখন তিনি বুঝতে পারেন এই ইন্টারভিউ সম্পূর্ণ ভুয়ো। পরবর্তী ক্ষেত্রে অভিযোগকারী জানতে পারেন শুধু তিনি নন, আরো অনেকের থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদেরও চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক।
এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করে ধুপগুড়ি তৃণমূল কংগ্রেস বিধায়ক মিতালী রায় জানিয়েছেন, তিনি সারাদিন মানুষের জন্য কি কাজ করেন সেটা আলাদা করে বলার দরকার পড়ে না। তাই সামনে বিধানসভা নির্বাচন, দল দেখছে, তারাই সব ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত দলের তরফে তাঁকে কিছু বলা হয়নি।