আরাবুলের নিজের গ্রামেই পরাস্ত তৃণমূল! বাজিমাত জোটের

আরাবুলের নিজের গ্রামেই পরাস্ত তৃণমূল! বাজিমাত জোটের

ভাঙড়: তৃণমূল কংগ্রেসের অন্যতম দুরদণ্ডপ্রতাপ নেতা হিসেবে তাঁর নাম উঠে আসে সহজেই। একসময়ে ভাঙড়ের রাশ তাঁর হাতেই থাকত। কিন্তু বিগত কিছু সময় ধরে যে আরাবুল ইসলামের হাত নড়বড়ে হয়েছে তা আন্দাজ করা গিয়েছিল। আর এবারের পঞ্চায়েত ভোট যেন সেটা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিল। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নিজের গ্রামেই হেরে গেল তৃণমূল। জানা গিয়েছে, সেখানে বাজিমাত করেছে জমি রক্ষা কমিটি এবং আইএসএফের জোট।

এই মুহূর্ত পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে, ভাঙড়ে আরাবুলের নিজের গ্রাম পোলের হাট ২ গ্রাম পঞ্চায়েতে হেরে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ভাঙড় ২ ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে স্রেফ দু’টিতেই সব আসনে লড়তে হয়েছিল তৃণমূলকে। তার মধ্যেই একটি ছিল আরাবুলের এই গ্রাম। যে তথ্য জানা গিয়েছে তাতে, ওই গ্রামের ২৪টি আসনের মধ্যে ১৫টি হেরে গিয়েছে ঘাসফুল শিবির। যদিও এই ফলের পর খুব একটা স্তম্ভিত হতে দেখা যায়নি আরাবুল ইসলামকে। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এমন ফল হতেই পারে কোনও নির্বাচনে। 

পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই ভাঙড়ে বিরাট অশান্তি হয়েছে। দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা। তৃণমূলের সঙ্গে আইএসএফ-এর সংঘর্ষও দেখা গিয়েছে। অন্যদিকে আবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে সহবাস ইস্যুতে মামলাও দায়ের হয়েছিল। সব মিলিয়ে বিরোধীরা চাপে ছিল বৈকি। কিন্তু পঞ্চায়েতের ফল অন্য কথাই বলছে। তবে ভাঙড় দু’নম্বর ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মোট ২১৮ আসনের মধ্যে ৮৬টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 14 =