কেকের মৃত্যুর জের! কলেজ ফেস্ট নিয়ে TMCP-কে কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের

কেকের মৃত্যুর জের! কলেজ ফেস্ট নিয়ে TMCP-কে কড়া বার্তা শীর্ষ নেতৃত্বের

কলকাতা: কলেজ ফেস্ট নিয়ে আর বেশি মাতামাতি করা চলবে না। আর কোনও বিলাসিতা নয় কলেজ ফেস্ট নিয়ে । আর তাই আগামী দিনে কলেজ ফেস্ট ঘিরে উচ্ছ্বাস এবং সর্বোপরি খরচে টানতে হবে লাগাম। প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে গুরুদাস কলেজের ফেস্টের লাইভ অনুষ্ঠান শেষ করে অসুস্থ হয়ে পড়েন প্রখ্যাত বলিউড প্লেব্যাক সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যু হয় প্রবাদপ্রতিম এই শিল্পীর। শিল্পী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রীতিমত তোলপাড় দেশ। একদিকে যেমন কেকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড, অন্যদিকে তেমনি বারবার কেকের লাইভ শো নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেরই মত, উদ্যোক্তাদের গাফিলতিতেই এইভাবে চলে যেতে হল কেকে কে। সাধারণ মানুষ তো বটেই ইতিমধ্যেই বলিউডের বেশ কয়েকজন নামীদামী শিল্পী উদ্যোক্তাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। আর তাতেই চাপে পড়েছে তৃণমূল নেতৃত্ব। মূলত সেই কারণেই দলের তরফ থেকে এবার কলেজ ফেস্ট নিয়ে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যদের কড়া বার্তা দিল ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব।

 প্রসঙ্গত মঙ্গলবার নজরুল মঞ্চে কেকের যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব ছিল টিএমসিপির গুরুদাস কলেজের  ইউনিট। এই অনুষ্ঠানকে কেন্দ্র করেই শুরু হয়েছে জোর বিতর্ক। শিল্পীর এমন অকালপ্রয়াণের দায় কার তাই নিয়েই চলছে জোর তরজা। এই অনুষ্ঠান প্রসঙ্গে বুধবার সকালেই জানা যায় যে, কেকের শেষ লাইভ অনুষ্ঠানটি যখন নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল তখন সেখানে দর্শক সংখ্যা ছিল সাত হাজার, যেখানে নজরুল মঞ্চের ধারণক্ষমতা মাত্র আড়াই হাজার। অন্যদিকে অনুষ্ঠান চলাকালীন অডিটোরিয়ামের এসির ঠিকঠাক কাজ করেনি বলেও অভিযোগ উঠেছে বারবার। এই সমস্ত অভিযোগের দায় অনুষ্ঠানের উদ্যোক্তা তথা টিএমসিপির দিকেই ঘুরতে পারে এমনটাই আশঙ্কা করে এবার ছাত্র পরিষদের সদস্যদের এবার কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মন্ডলী।

 ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি বলিউডের এই শিল্পীকে কলকাতার বুকে ডেকে এনে খুন করা হয়েছে বলে কটাক্ষ করতে শুরু করেছেন। সেই সঙ্গেই প্রশ্ন উঠছে এত খরচ করে বলিউডের শিল্পীকে নিয়ে আসা হল, এত টাকা আসছে কোথা থেকে? সূত্রের খবর পুরো বিষয়টি নিয়ে রীতিমতো চাপে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল ছাত্র পরিষদের প্রতি এবার কড়া হতে চলেছেন তৃণমূল নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + five =