কেউই নিরাপদ নয়! ভাঙড় নিয়ে পুলিশকে বিশেষ আবেদন শওকত-আরাবুলের

কেউই নিরাপদ নয়! ভাঙড় নিয়ে পুলিশকে বিশেষ আবেদন শওকত-আরাবুলের

ভাঙড়: যে কোনও সময়ে প্রাণহানি হতে পারে, এলাকায় কেউই নিরাপদ নয়! এমনই দাবি তুলে পুলিশকে এলাকায় শান্তি ফেরানোর বিশেষ আর্জি জানালেন ভাঙড়ের দুই প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম এবং শওকত মোল্লা। তাঁদের মূল অভিযোগ, এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল নেতাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করছে। আরাবুলের আশঙ্কা, তিনি এবং তাঁর পুত্র যে কোনও দিন হামলার মুখে পড়বেন। 

পঞ্চায়েত ভোটের আবহে লাগাতার অশান্তি দেখেছে ভাঙড়। মনোনয়ন পর্ব থেকে শুরু করে গণনা, তারও পরবর্তী সময় পর্যন্ত এলাকায় অশান্তি হয়েছে। বোমাবাজি, বোমা উদ্ধার, মারধর সব ঘটনাই ঘটেছে এলাকায়। তাই এখন ভাঙড়ে শান্তি ফেরাতে পুলিশকে আবেদন করলেন তৃণমূলের দুই প্রভাবশালী নেতা। তাঁদের সাফ বক্তব্য, এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আইএসএফ সন্ত্রাস চালাচ্ছে। তৃণমূল নেতাদের ওপর হামলা করা হচ্ছে সময় সময়ে। যদিও এসবের পাল্টা দাবি করেছেন এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর অভিযোগ, পুলিশ নিরপেক্ষ নয়, তারা তাঁদের কাজ ঠিক মতো করছে না। 

যদিও আরাবুল এবং শওকত দুজনেও কিছুটা উল্টো সুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নির্বাচন পরবর্তী সন্ত্রাস ঠেকাতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। কিন্তু তাতে লাভ হচ্ছে না। পুলিশি অভিযানের পরেও রাতের অন্ধকারে গুলি চলছে। এলাকায় মুড়িমুড়কির মতো বোমা পড়ছে। তারা এও বলেন, ভয়ে বাড়ি থেকে বাইরে বার হওয়া বন্ধ করে দিয়েছেন অনেকে। দোকানপাট, রোজকারের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে আবার ভাঙড় ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =