মনোনয়ন জমা দিলে ঠ্যাং ভেঙে দেব! পঞ্চায়েত নিয়ে হুমকি তৃণমূলের

মনোনয়ন জমা দিলে ঠ্যাং ভেঙে দেব! পঞ্চায়েত নিয়ে হুমকি তৃণমূলের

সিতাই: বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে হিংসার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং ফল ঘোষণার পরে হিংসা চরম মাত্রায় পৌঁছেছে বলে অভিযোগ করেছে বিজেপি। এদিকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তাদের অভিযোগ তো প্রথম থেকেই ছিল যে শাসকদল ভোট করাতে দেয়নি। এবার আরো একবার উস্কানিমূলক মন্তব্য করে সেই ইস্যুতে বিতর্ক টানলেন খোদ তৃণমূল কংগ্রেস বিধায়ক। স্পষ্ট হুমকি দিলেন, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে গেলে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। 

সিতাইয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বার্মা বসুনিয়া প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, পঞ্চায়েত ভোটে শাসকদলের বিএসএফ থাকবে! বিজেপির হয়ে যারা মনোনয়ন দিতে আসবে তাদের ঠ্যাং ভেঙে দেওয়া হবে। তিনি আরো বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিজেপিকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে ভারতের জনগণ। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শুধু সরকারি সম্পত্তি বিক্রি করেছে এবং শুধু বিভাজনের রাজনীতি করে যাচ্ছে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গের তাই সেখানে বিজেপির হয়ে যারা মনোনয়ন জমা দিতে আসবে তাদের ভাঙা পা নিয়ে ফিরতে হবে, এমনই হুমকি তার। এর পাশাপাশি তিনি আরো বলেন, লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিএসএফের ভয় দেখাচ্ছিল বিজেপি কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কোথায় যাবে? বিজেপির কেউ মনোনয়ন জমা দিতে এলেই ঠ্যাং ভেঙ্গে রেখে দেবেন তারা।

আরও পড়ুন: ‘দরজা ভাঙার দৃশ্য অবাঞ্ছিত’, বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে কুণাল

এর অবশ্য পাল্টা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার কথায়, নিজের এলাকায় কুকুর সিংহ হয়। যদি এত আত্মবিশ্বাস ছিল তাহলে পালিয়ে গিয়েছিল কেন তৃণমূল? প্রশ্ন তোলেন তিনি। ‌একই সঙ্গে বহিরাগত প্রবেশের প্রসঙ্গও টেনে তোলেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, গুন্ডামি করে এলাকায় এলাকায় জমিদারি তৈরি করতে চাইছে তৃণমূল। বাংলায় যতই বিরোধীরা না থাকতে পারে সেটাই চাইছে তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =