তৃণমূল নেতার মেজাজ দেখে অভিভূত অনুব্রত! দিলেন বড়সড় প্রস্তাব

তৃণমূল নেতার মেজাজ দেখে অভিভূত অনুব্রত! দিলেন বড়সড় প্রস্তাব

 

বীরভূম: ফের কর্মীসভায় অনুব্রত মণ্ডল। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবে এলাকা ধরে ধরে কর্মীসভা করে চলেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কর্মীসভাগুলিতে এলাকার তালিকা অনুযায়ী নম্বর ধরে দায়িত্বে থাকা বুথ সভাপতিকে জানতে চাওয়া হচ্ছে গত নির্বাচনে এলাকায় দলের ফল। সেই অনুযায়ী রিপোর্ট কার্ড ধরে সাফল্য এবং ব্যর্থতার খতিয়ান জানতে চাওয়া হচ্ছে তাদের কাছে।

ব্যর্থ হলে তার কারণ পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইছেন অনুব্রত। সফল হলে ফল আরও ভালো করার কথা বলা হচ্ছে। বুধবার মুরারই ২ নম্বর ও পাইকোর ১ নম্বর অঞ্চলে কর্মীদের নিয়ে সভা করেন অনুব্রত। এরলই মধ্যে এক কর্মীর আত্মবিশ্বাস দেখে কিছুটা হলেও অভিভূত হন জেলা সভাপতি। যেখানে সভাপতির সঙ্গে কথা বলতে অনেকেই আমতা আমতা করেছেন কিংবা কিছুটা হলেও নীচুস্বরে কথা বলেছেন সেখানে বিশ্বনাথ মুন্সির গলায় দৃঢ়তা দেখে অবাক হলেন তিনি। প্রত্যয়ের সুরে বিশ্বনাথ বললেন তিনি তাঁর এলাকায় দলকে ছশোর কম লিড দেবেন না। অভিভূত অনুব্রত বিশ্বনাথকে ফোন করার কথা বলেন।

 

সভা চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে করতে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুব্রত। রাজ্য সরকারের প্রকল্পের কথা বলার সূত্র ধরে তিনি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীর প্রশংসা শুরু করেন। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন প্রকল্প দেখা যায় না। রাজ্যের মানুষের জন্য মমতা যা করছেন তার বিনিময়ে তাঁর সঙ্গে ঠকবাজি করা যাবে না। দলীয় কর্মীদের তিনি বলেন বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝাতে, বলেন মমতার সঙ্গে ঠকবাজি করলে ঈশ্বর, আল্লা মেনে নেবেন না।

 

এদিন সভায় বিজেপিকেও একহাত নেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তিনি বলেন বিজেপি ২০১৪ সাল থেকে ক্ষমতায় এসে এখনও পর্যন্ত কিছুই করে উঠতে পারেনি। সামনেই নির্বাচন তার আগে এই কর্মীসভাগুলিই প্রস্তুতির প্রাথমিক পর্যায়। তবে অনুব্রত মণ্ডলের কর্মীসভা এখন বিতর্কের নামান্তর হয়ে উঠেছে। যদিও এদিনের সভা অন্তত সেই বিতর্ক থেকে বেরোতে পারল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =