কলকাতা: পঞ্চায়েত ভোট ঘোষণার পরপর লাগাতার অশান্তির ঘটনা ঘটছে বাংলায়। একাধিক খুন এবং মারধরের ঘটনার খবর সামনে এসেছে। এবার আরও একবার উত্তপ্ত হল রাজ্য। দক্ষিণেশ্বর আড়িয়াদহ এলাকায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালিয়েছে বলে অভিযোগ। তবে গুলি না লাগায় তাঁকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে উত্তপ্ত আড়িয়াদহ এলাকা। যদিও এক্ষেত্রে অন্য কোনও দল নয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথাই উঠে আসছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরেই এলাকা দখল নিয়ে ঝামেলা চলছিল দুই তৃণমূল গোষ্ঠীর মধ্যে। তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বৃহস্পতিবার দুপুরে আক্রান্ত তৃণমূল নেতা বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু আচমকা এই ঘটনায় বাইক থেকে পড়ে যান তিনি। তখনই তাঁকে রাস্তায় ফেলে মারধর করে কয়েকজন। গুরুতর জখম অবস্থায় আপাতত তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
এমনিতেই শেষ কয়েক সপ্তাহে রাজ্যের নানা জায়গা থেকে লাগাতার হিংসার খবর এসেছে। ভাঙড়, ক্যানিং থেকে শুরু করে মুর্শিদাবাদ, এমনকি কলকাতার পার্শ্ববর্তী জেলা থেকেও অশান্তির খবর পাওয়া গিয়েছে। শেষ ক’দিনে মৃত্যুও হয়েছে একাধিক। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের ইস্যু নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টে। তার মধ্যেই আবার এই গুলি চলার ঘটনা।