‘তৃণমূলকে ভোট না দিলে ব্লক হয়ে যাবে কার্ড, পাবে না রেশন’, ISF কর্মীদের প্রকাশ্যে হুমকি

‘তৃণমূলকে ভোট না দিলে ব্লক হয়ে যাবে কার্ড, পাবে না রেশন’, ISF কর্মীদের প্রকাশ্যে হুমকি

কলকাতা:  একুশের লড়াই ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি৷ একদিকে যেমন বাড়ছে আক্রমণের ঝাঁঝ৷ তেমনই চলছে হুমকি, পালটা হুমকি৷ এবার আইএসএফ সমর্থকদের হুমকি দিয়ে বিতর্কে আমডাঙার তৃণমূল নেতা৷ 

আরও পড়ুন- রুদ্র বড় মার্জিনে জিতবে! বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করে দাবি শাহের

তৃণমূলকে ভোট না দিলে ব্লক হয়ে যাবে  খাদ্যসাথী-স্বাস্থ্যসাথী কার্ড৷ মিলবে না রেশন৷ আইএসএফ সমর্থকদের উদ্দেশে এই ভাষাতেই হুমকি দিতে শোনা গেল আমডাঙার তৃণমূল নেতাকে৷ তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাবে, পরবে, আর গান গাইবে না, সেটি চলবে না৷ আমডাঙার সভা থেকে প্রকাশ্যে এমনই হুমকি দিলেন নুরুল মইন৷ তাঁর এই হুমকির ভিডিয়ো এখন ভাইরাল৷ যদিও  ভাইরাল হওয়া এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি৷  

এই ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে৷ কিন্তু নিজের বক্তব্য থেকে এক চুলও নড়তে নারাজ নুরুল মইন৷ তিনি বলেন, ‘‘আমি আমার বক্তব্যে অনঢ়৷ মমতা বন্দ্যপাধ্যায়ের তৃণমূল সরকার উন্নয়ন করেছে৷ তাই একথা বলার অধিকার আমার আছে৷ আর আপনারাও সরকারের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন৷ আর যে দল আসতে চাইছে তারা একটাও আসন পাবে না৷ তারা মানুষকে বিভ্রান্ত করছে৷’’ 

আরও পড়ুন- ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে CEO দফতরের বাইরে বিক্ষোভ ISF-এর

জনসভায় দাঁড়িয়ে সুর চড়িয়ে তিনি বলেন, আগামী বিধাসভায় আমরা ক্ষমতায় এলে আইএসএফ সমর্থকদের মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন থেকে বঞ্চিত করতে হবে৷ স্বাস্থ্যসাথী কার্ড ব্লক করে দেওয়া হবে৷ রেশন থেকেও বঞ্চিত করা হবে৷ আমডাঙার রাইপুর মোড়ে তৃণমূল প্রার্থী রফিকুর রহমানের নির্বাচনী প্রচারে এসে এই বিতর্কিত মন্তব্য করেন মইন৷ উল্লেখ্য, আমডাঙা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন নুরুল মইন৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =