কাজ করা সম্ভব হচ্ছে না! হাওড়ার আরও এক তৃণমূল নেতার বিস্ফোরক স্বীকারোক্তি

এবার হাওড়ার প্রাক্তন মেয়র তথা আরো এক দাপুটে তৃণমূল নেতা রথীন চক্রবর্তী বিস্ফোরক মন্তব্য করলেন।

96069e12d2e77fff248ef4bbc112f549

কলকাতা: হাওড়া নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী তথা হাওড়া জেলার সভাপতি লক্ষ্মীরতন শুক্লা পদত্যাগ করার পরে দলের অভ্যন্তরীণ ফাটল যেন আরো একবার চওড়া গেল। একই দিনে দলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় কে নিয়ে চলাচল চলছেই বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে। এবার হাওড়ার প্রাক্তন মেয়র তথা আরো এক দাপুটে তৃণমূল নেতা রথীন চক্রবর্তী বিস্ফোরক মন্তব্য করলেন। তাঁর বক্তব্য, এই দলে কাজ করা সম্ভব হচ্ছে না।

রথীন চক্রবর্তী কথায়, গোটা দলের হয়ে কথা বলছেন গুটি কয়েকজন। এখানে বারবার মনে হচ্ছে যে কাজ করা সম্ভব হবে না। এখানে যারা নিজেদের দোষ ঢাকছে, তারা ক্রমাগত অন্যকে দোষারোপ করছে। রথীন চক্রবর্তী বলেন, কতকজন নেতা দলকে দুর্বল করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। হাওড়ার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যারা রয়েছেন তারা প্রায় প্রত্যেকেই দলের বিরুদ্ধে একপ্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন ইতিমধ্যে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশাখী ডালমিয়া, লক্ষ্মীরতন শুক্লার পর এবার বেসুরো হলেন রথীন চক্রবর্তী।

গতকাল মন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ঘনিষ্ঠ মহলে লক্ষ্মীরতন শুক্লা দাবি করেছিলেন, বিগত সাড়ে চার বছর ধরে তাঁর কাছে কোনো ফাইল আসেনি, তিনি বেশ কিছু পদক্ষেপ নিতে চাইছিলেন কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব সে ব্যাপারে পদক্ষেপ নেয়নি। এদিকে লক্ষ্মীরতন শুক্লার পদত্যাগ প্রসঙ্গে বৈশালী ডালমিয়া গতকাল দলের একাংশের বিরুদ্ধে কথা বলে বলেছেন, উইপোকার মত কিছু লোক দলকে নষ্ট করে দিচ্ছে। তাদের একমাত্র কাজ দলের বিধায়কদের অপমান করা। এদিকে পরপর চারবার মন্ত্রিসভার বৈঠক এড়িয়ে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে বিধানসভা নির্বাচনের আগে ব্যাপক ভাবে চাপে রয়েছে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *