কলকাতা: সামনে কয়েক হাজার মানুষ৷ মঞ্চে উপস্থিত তৃণমূলের দুই নেতা কুণাল ঘোষ এবং সায়নী ঘোষ৷ কাঁথির মাজনা-তাজপুরে নজরুল মেলার উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে উঠলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক৷ তাঁর কাছে গান গাওয়ার অনুরোধ জানালেন উপস্থিত মানুষ৷ সায়নী মাইক নিয়ে মঞ্চে উঠতে একই আবদার রাখা হয় তাঁর কাছেও৷ অগত্যা গান ধরলেন দু’জনেই৷
আরও পড়ুন- জেল হেফাজতে যেতে হচ্ছে নওশাদদের, জামিনের আর্জি খারিজ
সায়নীর বক্তৃতার পর দু’টি গান গেয়ে নেমে গিয়েছিলেন। এরপর বক্তব্যের শেষে জনতার অনুরোধে গান ধরেন কুণাল৷ কুণালের দ্বিতীয় গান শুরু হতেই মাইক হাতে ফের মঞ্চে উঠে আসেন যুব তৃণমূলের সভানেত্রী৷ সুর মেলান কুণালের সঙ্গে৷ এর পর শুরু হয় ডুয়েট৷ দুই নেতা-নেত্রীর ডুয়েট শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন আমজনতা। শ্রোতাদের করতালিতে ভেসে গেল নজরুল মেলার বিশাল প্রাঙ্গণ। মঞ্চে বসেই দুই সাংগঠনিক নেতা-নেত্রীর ডুয়েট গানের তালে মাতলেন মন্ত্রী অখিল গিরি, জ্যোতির্ময় কর, সুপ্রকাশ গিরি, তরুণ জানা, সুকুমার দে’রা।
কাঁথির মাজনা-তাজপুর এলাকা কাজু শিল্পের জন্য গোটা ভারতে বিখ্যাত। পাশাপাশি চিংড়ি চাষের জন্যও খ্যাতি রয়েছে এই এলাকার। তবে সম্প্রতি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি এসে স্থানীয় কাজু ব্যবসায়ীদের হয়রান করছে৷ বুধবার দুপুরে কাঁথি পৌঁছনোর পরই কাজু শিল্পের সঙ্গে যুক্ত অধিকাংশ ব্যবসায়ীদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন কুণাল৷ ওই বৈঠকে তিনি ব্যবসায়ীদের জানিয়ে দেন, অকারণে কাজু শিল্পে নাক গলাতে আসবে না তৃণমূল কংগ্রেস৷ কিন্তু, অকারণে এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের হয়রান করা হলে সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে তৃণমূল কংগ্রেস। এর পরই কাজু ব্যাবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আনোয়ারউদ্দিন আয়োজিত মাজনা নজরুল মেলার উদ্বোধন করতে মঞ্চে ওঠেন তৃণমূল মুখপাত্র। সঙ্গে ছিলেন সায়নীও৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>