পিংলা: বিধানসভা নির্বাচনের আগে দলবদল করা এখন এমন কোন বড় ব্যাপার নয় বাংলায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সভা তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছেন পিংলার ২ নম্বর ব্লকের তৃণমূল সম্পাদক সুশান্ত পাল। দল বদল করেছেন, তবে দল বদল করে যা করলেন তা নিয়ে অবশ্যই চর্চা হবে আগামী দিনে। তৃণমূল কংগ্রেস করে ভুল করেছেন, এই দাবি তুলে নিজেই কান ধরে ওঠবস করে ‘প্রায়শ্চিত্ত’ করলেন তিনি। যে ঘটনা নিয়ে ইতিমধ্যেই হাসির রোল সর্বত্র।
আরও পড়ুন – ‘রক্ত বিক্রি করে আত্মনির্ভর হবে ভারত?’ মোদীকে তীব্র আক্রমণ মিমির
পিংলায় গতকাল শুভেন্দু অধিকারী জনসভা করেন। সেই জনসভা থেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান সুশান্ত পাল। বিজেপির পতাকা হাতে তুলে নিয়েই তিনি ওঠবস শুরু করেন। সঙ্গে সঙ্গে মন্তব্য করতে থাকেন, তিনি তৃণমূল কংগ্রেস করে ভুল করেছেন, এমনকি সাধারণ মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের জন্য ভোট চেয়েও ভুল করেছেন। সেই কারণে আজ তিনি ক্ষমা প্রার্থী। এইজন্য ওঠবস করে কার্যত ‘প্রায়শ্চিত্ত’ করলেন তিনি।
আরও পড়ুন- ‘বাংলায় জয় শ্রীরাম স্লোগান রোখার চেষ্টা চলছে, বিরোধিতা হচ্ছে CAA-র, তোপ যোগীর
গতকাল এই সভা থেকেই শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, ২ মে বিজেপির সরকার গঠন হবে বাংলায়, তার ৩ মাসের মধ্যেই হবে পুরসভা নির্বাচন। আর তার ৬ মাসের মধ্যেই এই যেসব পঞ্চায়েতগুলো আছে, সব ত্রিপুরার মত লাইন দিয়ে পদত্যাগ করবে! তাই আগামী দিনে পঞ্চায়েত ভোটের প্রস্তুতিও নিয়ে নেওয়ার পরামর্শ সভায় আগতদের দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও সংযোজন, এখন আর তৃণমূল কংগ্রেসের কিছু বলার নেই, বার্ধক্য ভাতা বন্ধ করে দিচ্ছে, জব কার্ড বন্ধ করে দিচ্ছে। ওদিকে এখন আর দুয়ারে সরকার বলছে না, বলতে হচ্ছে দুয়ার সিবিআই, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। এর পাশাপাশি আম্ফান প্রসঙ্গ তুলেও এদিন ফের তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি। বললেন, কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছিল কেউ পায়নি, সব লুট করেছে তৃণমূল। কারোর ভাইপো, ভাইজি, শালী, এরা সব পেয়েছে।