HIV আক্রান্ত দম্পতির খাবার বন্ধের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! কী কারণ

HIV আক্রান্ত দম্পতির খাবার বন্ধের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! কী কারণ

উলুবেড়িয়া: সদ্য শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং তাতে বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কোনও দিক থেকেই তাদের বিরুদ্ধে অভিযোগ আসা বন্ধ হচ্ছে না। ভোটের সময়ে অশান্তি এবং হিংসার অভিযোগে এমনিতেই আরা বিদ্ধ। এবার তাদের পক্ষে ভোট না দেওয়ার অভিযোগ তুলে এক এইচআইভি আক্রান্ত দম্পতির খাবার বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল শাসকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। 

উলুবেড়িয়ার শ্যামপুর এলাকার এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে পক্ষে ভোট না দেওয়ায় এইচআইভি আক্রান্ত এক দম্পতির দুপুরের খাবার বন্ধ করে দিয়েছেন তিনি! স্থানীয় একটি শিশু শিক্ষা কেন্দ্র থেকে পড়ুয়াদের মতোই সরকারি ব্যবস্থাপনায় এই দম্পতিকে মিড ডে মিল দেওয়া হত। কিন্তু পঞ্চায়েত ভোট গণনার পরদিন থেকেই নাকি তাদের এই খাবার দেওয়া হচ্ছে না। দীর্ঘ ৭ বছর ধরে খাবার পাওয়ার পর এখন ওই দম্পতি আর তা পাচ্ছেন না। সংশ্লিষ্ট শিশু শিক্ষা কেন্দ্রের দাবি, তৃণমূল ওই নেতার নির্দেশেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে স্থানীয় এলাকায় ক্ষোভ জন্মেছে। তাই তৎপর হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বও। কোনও ভাবেই যাতে ওই দম্পতির খাবার আটকানো না হয় তার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

জানা গিয়েছে, মুম্বই জরির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি। এখানে ফিরে এসে জানতে পারেন তিনি এইচআইভি আক্রান্ত। এমনকি স্ত্রীর পরীক্ষা করলে দেখা যায় তিনিও আক্রান্ত। এই কারণ সামাজিকভাবে তারা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সকলের সঙ্গে মিলে কাজ করতেও পারেন না তারা। এই কারণে প্রশাসনের দ্বারস্থ হওয়ার পর শ্যামপুর ২নং ব্লক বিডি অফিসের পক্ষ থেকে সহায়ক প্রকল্পের মাধ্যমে তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হয়। দীর্ঘ ৭ বছর ধরে এই দম্পতি মিড ডে মিল পেলেও, পঞ্চায়েতের ভোট গণনার পর দিন থেকে তা বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =