Aajbikel

আত্মসমর্পণ করে পুলিশ হেফাজতে তৃণমূল নেতা, ভোট হিংসায় নাম

 | 
তৃণমূল

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযুক্ত হওয়ার পর শনিবার আত্মসমর্পণ করেছেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস নেতা আবু তাহের। তাঁকে যেতে হল পুলিশ হেফাজতে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে চলতি বছরের পঞ্চায়েত নির্বাচনের আবহে রাজ্যের নানা জায়গায় হিংসা দেখা দেয়। সেই মামলায় নাম জড়িয়ে যায় আবু তাহেরের। 

ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই চার্জশিটে তাঁর নাম ছিল। তবে একাধিক নোটিস দেওয়ার পরও তিনি হাজিরা দেননি। তাই সিবিআই তাঁকে 'ফেরার' ঘোষণা করে। যদিও আবু তাহের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশের পর হলদিয়া মহকুমা আদালতে আত্মসমপর্ণ করেন তিনি। এরপরই তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ এসেছে। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত নন্দীগ্রামে তৃণমূল নেতাকে পুলিশি হেফাজতে থাকতে হবে। প্রসঙ্গত, বিধানসভা ভোটের পর নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায়ও অভিযুক্ত হন আবু তাহের। 

অন্যদিকে, নন্দীগ্রাম ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি আবু তাহের একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট ছিলেন। তাঁর জাহাজ-বাড়ি নিয়ে বিস্তর অভিযোগও আছে। সব মিলিয়েই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই। অবশেষে আজ তিনি নিজেই ধরা দিলেন। কিন্তু সকলের প্রশ্ন, আচমকা এখনই কেন আত্মসমর্পণ করলেন তিনি? তাহলে কি কোনও কিছুর আশঙ্কা?  

Around The Web

Trending News

You May like