একুশে জুলাইয়ের পোস্টারে উধাও অভিষেকের ছবি!‌ খোঁচা শমীকের, পাল্টা দিলেন জয়প্রকাশ

কলকাতা: শুরু কাউন্টডাউন৷ রাত পোহালেই একুশে জুলাই। শহিদ তর্পণ করতে ধর্মতলায় জমায়েত করবে তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা। তবে অন্যান্যূারের চেয়ে এবারের একুশে জুলাই নিশ্চিতভাবেই অন্যমাত্রা যোগ…

MJ

কলকাতা: শুরু কাউন্টডাউন৷ রাত পোহালেই একুশে জুলাই। শহিদ তর্পণ করতে ধর্মতলায় জমায়েত করবে তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীরা। তবে অন্যান্যূারের চেয়ে এবারের একুশে জুলাই নিশ্চিতভাবেই অন্যমাত্রা যোগ করবে৷ কারণ, লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য এবং উপনির্বাচনে ২–০, ৪–০ ফলাফলের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ঘাসফুল শিবির৷ চারিদিকে একুশে জুলাইয়ের পোস্টার–ব্যানার–ফেস্টুনে সাজানো হয়ে গিয়েছে৷ কিন্তু, আশ্চর্যজনকভাবে তাতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ যা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। খোঁচা দিয়ে শমীক ভট্টাচার্য বলেন, শমীক ভট্টাচার্য বলেন, ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে সুন্দর। ড্যাম স্মার্ট। জামা কাপড়ও যেটা পড়েন সেটাই অত্যন্ত অ্যাট্রাকটিভ। আধুনিক প্রজন্মের প্রতিনিধি বলেই মনে হয়। কথাবার্তাও সাবলীল৷ তাই হিংসা করে হয়তো ছবি রাখেনি। এটা ওদের পারিবারিক ব্যাপার। এখানে আমরা কেন ঢুকতে যাব?‌’’

জবাবে জয় প্রকাশ বলেন, তাঁর বক্তব্য, ‘‌একুশে জুলাইয়ের কয়েকটা থিম আছে যা অপরিবর্তনীয়। আমাদের ব্যানার, ব্যাকড্রপ নেতৃত্বের মতামত নিয়েই তৈরি করা হয়েছে। যে ছবি ব্যবহার হচ্ছে সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু সম্পূর্ণ অনুমোদন আছে তা নয়, এটা সৃষ্টি এবং তৈরির পিছনে তাঁর মাথাও আছে।’‌