মমতার দখলে প্রায় ৮০% ভোট! তিন কেন্দ্রেই উজ্জ্বল ঘাসফুল

মমতার দখলে প্রায় ৮০% ভোট! তিন কেন্দ্রেই উজ্জ্বল ঘাসফুল

কলকাতা: যত রাউন্ড এগোচ্ছে, তত হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলকে সবথেকে বেশি ভরসা দিচ্ছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ই। ভবানীপুরে এখনও পর্যন্ত যত রাউন্ড হয়েছে (দশম) তাতে ৩১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। সব মিলিয়ে প্রায় ৮০ শতাংশ ভোট এখন মমতার দখলে চলে গিয়েছে। অনেকটাই পিছিয়ে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়াল। আপতত পেয়েছেন ৭ হাজার ২১৯টি ভোট।  আর বাম প্রার্থী ১,০০০ ভোট পর্যন্ত পাননি এখনও।

আরও পড়ুন- কোন প্রার্থী কত ভোটে এগিয়ে? কী বলছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট

ওদিকে, ষষ্ঠ রাউন্ডের শেষে জঙ্গিপুরে ১৮, ৭৩৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। সামসেরগঞ্জে ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ। তৃণমূল পেয়েছে ২৪ হাজার ৪১৪ ভোট, কংগ্রেস ১৯ হাজার ২২৪ ভোট। বিজেপি পেয়েছে ৩ হাজার ৩৭৪ ভোট। ইতিমধ্যেই সব কেন্দ্রে উচ্ছ্বাসে মেতেছেন তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা। ৩-০ ব্যবধান জয়ী হওয়া এখন যেন সময়ের অপেক্ষা। কোথাও বাজি ফাটিয়ে, কোথাও আবির খেলে আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =