ছাতনা: আহত হবার পর এই প্রথম জেলা শহরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির প্রতি তাঁর আক্রমণের আরো বাড়ছে। এদিন প্রথমে বাঁকুড়া শালতোড়ায় জনসভা করে কেন্দ্রের বিজেপি সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি তীব্র আক্রমণ করেন তিনি। পরে ছাতনায় জনসভা করে দল-বদল প্রসঙ্গে কথা বলতে গিয়ে যারা বিগত কয়েক মাসে দল বলেছেন তাদের এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন দলে অনেক মীরজাফর আর বিশ্বাসঘাতক ছিল, তারা চলে গিয়েছে বলে তিনি বেঁচে গিয়েছেন।
এদিন মমতা বলেন, তৃণমূল কংগ্রেসে সিপিএম থেকে আসা কিছু গুন্ডা ছিল। কিছু মীরজাফর এবং বিশ্বাসঘাতক তাড়ানোর আগেই চলে গিয়েছে তাই তিনি বেঁচে গিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর কথায়, তাঁর দল এখন মানুষের দল। এদিন তিনি আরও একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, বিজেপির অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যদি গোটা দেশে একজন অবশিষ্ট থাকেন, সেটা তাহলে তিনি থাকবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ক্ষোভ উগরে দিয়ে মমতা মন্তব্য করেছেন, এখন নিজের নামে স্টেডিয়াম বানাচ্ছেন তিনি, কিছুদিন পরে দেশটা নিজের নামে করে নেবেন। একটার পর একটা জিনিস বিক্রি করে দিচ্ছেন, কোন দিন দেশটাও বিক্রি করে দেবেন। একইসঙ্গে মমতার আরও অভিযোগ, বাংলায় এসে তাঁকে খুন করার চেষ্টা করা হচ্ছে। এদিকে ভয় দেখানোর জন্য অনেকের পেছনে সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- ‘পার্টি অফিসের চেয়ার ভাঙলে পুলিশের মাথা ভেঙে দেব’, অনুব্রতর সুরে হুমকি কাজলের
শালতোড়ার পর ছাতনায়তেও হুইল চেয়ারে বসেই ভাষণ দিতে শোনা যায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাষণ দিয়ে তিনি বলেন, আঘাত তাঁর কাছে হেরে যাবে, কিন্তু তিনি কখনও আঘাতের কাছে হার মানবেন না। তাঁর এই কষ্ট অন্য কোন কাজে নয়, বাংলাকে রক্ষা করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন তাঁর নির্বাচন, তিনি থাকবেন কি থাকবেন না সেটার নির্বাচন। এটা কোন বিজেপির নির্বাচন নয় কিংবা দিল্লির নির্বাচন নয়। নিজের পায়ের আঘাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা স্পষ্ট করেন, তাঁর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে এবং কষ্ট হচ্ছে। অনেকটা রক্ত জমে গিয়েছে পায়ে, কিন্তু তাও তিনি কষ্ট সহ্য করে আসছেন। মমতার কথায়, তিনি যদি না আসেন তাহলে হার্মাদরা সব নষ্ট করে দেবে।