কলকাতা: শীতলকুচিতে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়। এই কেন্দ্রেই ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্য়ু হয়েছে। ২৯ এপ্রিল এই কেন্দ্রে ফের ভোট হয়। ভাঙড়ে এগিয়ে তৃণমূলের রেজাউল করিম। শালবনিতে পিছিয়ে সুশান্ত ঘোষ। প্রথম রাউন্ড গণনা শেষে বিধাননগরে এগিয়ে তৃণমূলের সুজিত বসু, রাজারহাট-নিউটাউনে এগিয়ে তাপস চট্টোপাধ্যায়। যাদবপুরে পিছিয়ে সংযুক্ত মোর্চা প্রার্থী সুজন চক্রবর্তী। এগিয়ে তৃণমূলের দেবব্রত মজুমদার। শিলিগুড়িতে পিছিয়ে সিপিএমের অশোক ভট্টাচার্য। বিজেপি প্রার্থী প্রায় ৮০০০ ভোটে এগিয়ে আছেন।
এদিকে, ভবানীপুর কেন্দ্রের ২২০০ ভোটে এগিয়ে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। কলকাতা বন্দরে ৬২০০ ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম। মেদিনীপুরে এগিয়ে তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জুন মালিয়া। চণ্ডীতলায় পিছিয়ে সংযুক্ত মোর্চার মহঃ সেলিম, বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। বিধানসভা ভোটের ‘এপিসেন্টার’ নন্দীগ্রামে আপাতত দ্বিতীয় রাউন্ড গণনা শেষে এগিয়ে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্য়ায় পিছিয়ে প্রায় ৫০০০ ভোটে।