কলকাতা: কলকাতা পুরভোটের ফল মোটামুটিভাবে প্রত্যাশিত ছিল এবং এখন কার্যত সেই দিকেই এগোচ্ছে ভোটের ফলাফল। ঝোড়ো ইনিংস খেলছে শাসক শিবির। অনেকের অনুমান, বিরোধীরা আটকে যেতে পারে দশ আসনের মধ্যেই। আপাতত যা ফল তাতে প্রায় ১৩৩ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন।
শেষ পাওয়া তথ্য বলছে, তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৩ আসনে এবং বিজেপি এগিয়ে মাত্র ৫ টি আসনে। অন্যদিকে, বামফ্রন্ট ১ টা এবং কংগ্রেস ২ টি আসনে এগিয়ে। এর মধ্যে জানা গিয়েছে, তৃণমূলের মালা রায় জয়ী হয়েছেন, আবার ওদিকে, জিতেছেন বিজেপির মীনাদেবী পুরোহিত। তৃণমূলের ববি হাকিম এবং ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে কংগ্রেস। সন্তোষকুমার পাঠক জিতেছেন ওই কেন্দ্রে। এছাড়াও ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ৬৪ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছে সাম্মি জাহান বেগম। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। ৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর কুমার মুখোপাধ্যায়। ১১৫ নম্বর ওয়ার্ডে জয়ী রত্না সুর। ১২২ নম্বর ওয়ার্ডে জয়ী সোমা চক্রবর্তী৷ ২০১৫ সালে সবকটি আসনেই জিতেছিল তৃণমূল৷