কলকাতা: গতকাল সন্ধে বেলা বাগবাজারের বস্তিতে ভয়ংকর আগুন লেগেছিল। কয়েকশো মানুষ গৃহহীন হয়ে পড়েছে ৭০০ ঝুপড়ি আগুনে ভস্মীভূত হয়ে যাওয়ার কারণে। এদিন ঘটনাস্থলে পরিদর্শন করতে গিয়ে বস্তিবাসীদের আশ্বস্ত করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই আগুন লাগার ঘটনা নিয়েও রাজনীতি কম হচ্ছে না কিছু। এবার এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তার দাবি সহানুভূতি পাওয়ার আকাঙ্ক্ষায় আগুন লাগাচ্ছে তৃণমূল কংগ্রেস।
জলপাইগুড়ির এক কর্মসূচিতে যোগ দিয়ে বাগবাজারের অগ্নিকাণ্ড প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, বিগত কয়েক বছরে কলকাতার পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় হাত রয়েছে তৃণমূল কংগ্রেসের। ইচ্ছে করে দমকলকে পাঠানো হচ্ছে না। যতক্ষণে দমকল ঘটনাস্থলে পৌঁছেছে ততক্ষনে যা ক্ষতি হবার হয়ে যাচ্ছে। তারপর শুধুমাত্র ভাওতাবাজি করে মানুষের পাশে থাকার নাটক করছে তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতে তিনি মন্তব্য করেন, সহানুভূতি পাওয়ার জন্যই ইচ্ছে করে আগুন লাগাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাগবাজার অগ্নিকাণ্ডের প্রসঙ্গে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। তিনিও মন্তব্য করেছেন, এই অগ্নিকাণ্ডের পেছনে চক্রান্ত থাকতে পারে তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে ভয়ঙ্কর এই ঘটনা নিয়েও পশ্চিমবঙ্গের রাজনীতি শুরু হয়ে গিয়েছে।
এদিন এলাকা পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন, যার যেখানে বাড়ি ছিল সেই বাড়ি রাজ্য সরকার তৈরি করে দেবে। আপাতত ক্ষতিগ্রস্ত মানুষদের বাগবাজার ওমেন্স কলেজে থাকার বন্দোবস্ত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন সকল ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার জন্য। প্রত্যেককে পাঁচ কেজি করে চাল, ডাল, আলু দেওয়া হবে এবং শিশুদের জন্য দুধ এবং বিস্কুটের বন্দোবস্ত করার কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ঠান্ডার কারণে প্রত্যেকের জন্য গরম পোশাক এবং কম্বলের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন তিনি।