একুশের পোস্টারে একা মমতা, অভিষেক নেই, চিঠি পাঠিয়ে একুশে রেকর্ড ভিড় চাইলেন বক্সী

কলকাতা: লোকসভা ভোটে প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পাল্লা অনেকটাই বেশি তৃণমূলের৷ ২২ থেকে একলাফে লোকসভায় তাঁদের সাংসদ সংখ্যা পৌঁছেছে ২৯ এ৷  ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম দলও…

কলকাতা: লোকসভা ভোটে প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পাল্লা অনেকটাই বেশি তৃণমূলের৷ ২২ থেকে একলাফে লোকসভায় তাঁদের সাংসদ সংখ্যা পৌঁছেছে ২৯ এ৷  ইন্ডিয়া জোটের তৃতীয় বৃহত্তম দলও বটে তারা। এই আবহে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে ধর্মতলায় রেকর্ড সংখ্যক মানুষের ভিড় চাইছে শাসক শিবির। সে কথা জানিয়েছিলেন খোদ দলনেত্রীও৷ দলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক ও সাংসদদের চিঠি দিয়ে সেই বার্তা পৌঁছে দিলেন  রাজ্য সভাপতি সুব্রত বক্সী। তাঁর নির্দেশ, ২১ জুলাইয়ের সমাবেশে রেকর্ড মানুষকে আনতে হবে৷ কিন্তু অভিষেক কোথায়? তবে কি ফের দলে মনোমালিন্য?

না, তেমনটা কিছু নয়৷ সম্প্রতি অভিষেকের একটি ছোটোখাটো অস্ত্রোপচার হয়েছে। এ ব্যাপারে কিছুদিন আগে সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করেছিলেন তিনি৷ দলের কাছ থেকে সাময়িক ছুটি নেওয়ার কথাও জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ জানা গিয়েছে, আপাতত বিশ্রামেই রয়েছেন অভিষেক। সেকারণে ২১ জুলাইয়ের শহিদ সমাবেশকে সফল করে তুলতে জেলা সভাপতি, চেয়ারম্যানদের পাশাপাশি বিধায়ক, সাংসদদেরও চিঠি পাঠাচ্ছেন সুব্রত বক্সীই। ইতিমধ্যে এআইটিসির টুইটার হ্যান্ডেলের কভার পেজে ২১ জুলাইয়ের ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও অভিষেকের ছবি কিন্তু নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *