‘ত্রিপুরায় আর কিছু আছে TMC-র’, অভিষেকর সফরে কটাক্ষ দিলীপের

‘ত্রিপুরায় আর কিছু আছে TMC-র’, অভিষেকর সফরে কটাক্ষ দিলীপের

কলকাতা: ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ৷ বললেন, ‘‘ত্রিপুরায় কিছু আছে আর টিএমসির। কি করতে যাচ্ছে আবার। ত্রিপুরার লোক বুঝিয়ে দিয়েছেন এরকম পার্টি ত্রিপুরায় চলবে না।’’

খানিক থেমে দিলীপ বয়ান, ‘‘এখন মসজিদের ব্যাপারটা হয়ে গিয়েছে। এখন মন্দির শুরু হয়েছে। এভাবে এক একটা গ্রুপকে খুশি করার চেষ্টা করছেন। যেটা করা উচিত পশ্চিমবাংলার ডেপপ্লোমেন্ট করা উচিত৷ যাতে লোক বাইরে না যায় কাজ কর্মের জন্য সেটা দেখা উচিত।’’ কটাক্ষের সুরে বলেছেন, ‘‘লোক ভোট দিয়ে জিতিয়েছে।ধীরে ধীরে প্রকল্প বন্ধ করে দিচ্ছেন। দুয়ারে সরকার বন্ধ করে দিচ্ছেন, করোনা দেখাচ্ছেন আসলে টাকা নেই। বিনা প্ল্যানিংয়ে যদি এরকম প্রোগ্রাম নেন, তাহলে এরকম পরিস্থিতি হবে। দুবছর ধরে মোদি সরকার ফ্রি তে রেশন খাইয়েছেন এখন বন্ধ হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি লোককে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবার ভাবুন কি ভাবে দেবেন।’’

একই সঙ্গে টেনে এনেছেন আংশিক লকডাউনের প্রসঙ্গ৷ বললেন, ‘‘যেভাবে বাড়ছে করোনা। কয়েক গুণ বেড়ে গিয়েছে। সারা দুনিয়া জুড়ে বাড়ছে। অনেকে অনেকরকম কথা বলছে। তবে করোনা কেন ছড়াচ্ছে কিভাবে আটকানো যাবে কেউ ঠিক মতো বলতে পারছে না। সাবধানতা অবলম্বন করতে সবাইকে বলা হয়েছে। সকলকে সাবধান থাকা সতর্ক থাকা উচিত। যেভাবে কয়েকদিন ধরে দেখলাম ভিড় রাস্তা ঘাটে পার্কে। ভিড় তো ভিড় সেটা হ্যান্ডল করা কারো হাতে থাকে না। কিন্তু যাতে অত্যাধিক ভিড় না হয় সেটা প্রথম থেকে রেস্ট্রিকশন করা উচিত ছিল।’’

দাবি করেছেন ‘‘ স্বাভাবিক ভাবে মানুষ বেরোতে পারেননি৷ দেড় দুবছর ধরে সুযোগ পেয়ে বেরিয়ে পড়েছেন। দু চারদিন পর বোঝা যাবে প্রতিক্রিয়া কি হয়। এরফলে সংক্রমন হচ্ছে কি না তার এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকবে। তার পর থেকে সরকারের বিবেচনা করা উচিত। চারদিকে ইলেকশন শুরু হয়েছে। উৎসব চলছে। করোনা বাড়ছে। যথা সময়ে সাবধানতা যদি না নেওয়া হয় মহামারীর রূপ নিতে পারে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *