Aajbikel

এবার মুখ্যমন্ত্রীর পাড়ায় ছয় মন্ত্রীকে নিয়ে পাল্টা সভা তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠনের

 | 
মমতা

কলকাতা: ডিএ বা মহার্ঘ্যভাতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ৷ এ বার পাল্টা সভা  করার সিদ্ধান্ত নিল তৃণমূলের কর্মচারী ফেডারেশনের সভা। এর জন্য বেছে নেওয়া হল মুখ্যমন্ত্রীর পাড়া তথা তাঁর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত হাজরা মোড়৷ ওই সভায় হাজির থাকবেন রাজ্যের ছয় মন্ত্রী-সহ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আগামী শনিবার অর্থাৎ ৩ জুন এই সভা হওয়ার কথা৷ 


বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীরা এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের কাছ গিয়ে আন্দোলন করেছে৷ মুখ্যমন্ত্রীর পাড়াকেই তাঁরা আন্দোলন, সভা, মিছিলের জন্য বেছে নিয়েছেন৷  এবার শাসকদলের অনুগামী কর্মচারীরা পাল্টা সভার আয়োজন করছে৷ যদিও প্রকাশ্যে এ প্রসঙ্গে সংগঠন বা দলের তরফে কোও কথা বলা হয়নি৷  সাধারণত শাসকদলের অনুগামী সরকারি কর্মচারী ফেডারেশন প্রকাশ্যে এ ধরনের কোনও সভা করে না। কিন্তু এ ক্ষেত্রে বিরোধী সংগঠনগুলিকে ‘জবাব’ দেওয়ার একটা দায় বর্তেছে তাঁদের উপরে৷ 

যদিও এই কর্মসূচিকে ‘পাল্টা’ বলতে নারাজ তৃণমূল কর্মচারী ফেডারেশন। সংগঠনের নেতা প্রতাপ নায়েক তথা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপের কথায়, ‘‘আমরা কোনও বিরোধী সংগঠনের পাল্টা সভা করছি না। রাজ্য সরকারি কর্মচারীরা যে সরকারের পাশে রয়েছেন, সেই বার্তা তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়েছে।’

Around The Web

Trending News

You May like